প্রতারিতদের প্রায় ১৩ লক্ষ টাকা ফেরাল রায়গঞ্জ সাইবার ক্রাইম থানা
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কেউ আনলাইনে প্রসাধনী সামগ্রী কিনতে গিয়ে মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। কেউ আবার মোবাইল টাওয়ার বসানোর প্রলোভনে পা দিয়ে টাকা খুইয়েছেন। অনলাইন মাধ্যমে বিভিন্নভাবে আর্থিক প্রতারণার শিকার হওয়া ১৫ জন প্রতারিতকে শনিবার টাকা ফেরাল রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিন মোট ১২ লক্ষ ৯০ হাজার টাকা অনুষ্ঠানিকভাবে ফেরত দিল পুলিশ। এদিকে টাকা ফিরে পেয়ে খুশি প্রতারিতরা। এপ্রসঙ্গে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ন’মাসে ধাপে ধাপে ৮৫ লক্ষ টাকা অভিযোগকারী প্রতারিতদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কেউ অনলাইনে কেনাকাটা করতে গিয়ে, কেউ পর্যটনস্থলে হোটেল বুকিং করতে গিয়ে সাইবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছিলেন। আবার কেউ প্রতারকদের ফাঁদে পা দিয়ে মোবাইল ফোনে আকর্ষণীয় অফার শুনে ব্যাঙ্কের তথ্য দিয়ে প্রতারিত হয়েছিলেন। তাতে ব্যাঙ্ক থেকে টাকা খোয়া যায় তাঁদের। সবক্ষেত্রেই সাইবার থানার পুলিস অভিযোগ পেয়ে তদন্তে নামে। এবং খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়। এদিন সেই টাকাই ফেরান হল। খোয়া টাকা ফিরে পেয়ে সাইবার থানার পুলিসের কাজে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। প্রতারিতদের অন্যতম আকবর আলি বলেন, আমার জমিতে ইন্টারনেটের জন্য টাওয়ার বসানোর প্রলোভনে পা দিয়ে ধাপে ধাপে লক্ষাধিক টাকা খোয়া যায়। পরে নিজের ভুল বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাই। এদিন ১ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত পেয়েছি।
রায়গঞ্জের অতিরিক্ত পুলিস সুপার বলেন, মানুষ অনেক সময় অজ্ঞতাবশত ভার্চুয়াল মাধ্যমে প্রতারকদের ফাঁদে পা দেন। তার খেসারত দিতে হয় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খুইয়ে। সেই সব ঘটনার অভিযোগ পেয়ে পুলিস ধৈর্য ধরে রায়গঞ্জ সাইবার থানার পুলিস ধারাবাহিকভাবে তদন্ত চালায়। এদিন আমরা ১৫ জনকে ১২ লক্ষ ৯০ হাজার টাকা ফিরিয়ে দিলাম। নিজস্ব চিত্র