সুব্রত ধর, শিলিগুড়ি: কলকাতার পর এবার শিলিগুড়ি। এখানে দেখা যাবে বৃহত্তর দুর্গা প্রতিমা। ৫১ ফুটের। ২৫০ পিস বাঁশ ও লোহার পাত, ৪৫ কুইন্টাল খড় ও উত্তর দিনাজপুরের পাঁচ পিকআপ এঁটেল মাটি দিয়ে তা গড়া হচ্ছে। সঙ্গে থাকবে কলকাতার পুরুষ ও মহিলা ঢাকির যুগলবন্দি। পুজোর ৬৮তম বর্ষে এমন আয়োজন সকলকে চমকে দিতে চাইছে স্বস্তিকা যুবক সংঘ। তাদের পুজোর উদ্বোধন তৃতীয়ায়। তাদের প্রত্যাশা, উত্তরবঙ্গ তো বটেই বাংলা, বিহার ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে এই মণ্ডপে ভিড় করবেন দর্শনার্থীরা।
অতীতে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পুজো কমিটি বৃহত্তম দুর্গা প্রতিমা গড়ে চমক দিয়েছে। গত বছর শিলিগুড়িতে বৃহত্তম গণেশ ও কালী মূর্তি দেখা গিয়েছিল। এবার দেখা যাবে বৃহত্তম দুর্গা প্রতিমা। গত ২৮ জুলাই মূর্তি তৈরির কাজ শুরু করেছেন শিল্পী খোকন পাল। তিনি কোচবিহারের পাঁচ সঙ্গীকে নিয়ে দেড় মাস ধরে স্বস্তিকা যুবক সংঘে প্রতিমা গড়ছেন।
মৃৎশিল্পী বলেন, গত বছর শিলিগুড়িতে ৩০ ফুটের গণেশ এবং ২৭ ফুটের তারা মা গড়েছিলাম। এবারই প্রথম ৫১ ফুটের দুর্গা প্রতিমা গড়ছি। দশভুজার রূপ হবে সাবেকি। লালপাড় শাড়ি পরানো প্রতিমায় থাকবে গোল্ডেন রঙের ডাকেরসাজ। দশভুজার সঙ্গে একই চালায় থাকবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ।
প্রতিমা গড়ার উপকরণ কী? শিল্পী বলেন, এজন্য শিলিগুড়ির বাজার থেকে ২৫০ পিস বাঁশ ও লোহার পাত, ৪৫ কুইন্টাল খড় জোগাড় করে কাঠামো তৈরি করা হয়েছে। এরউপর দেওয়া হয়েছে এঁটেল মাটি। শিলিগুড়ির ঘোষপুকুর ও উত্তর দিনাজপুরের কলাগছ থেকে পাঁচ পিকআপ ভ্যান মাটি আনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করা হবে। এজন্য এখন দিনরাত কাজ চলছে।
শিলিগুড়ি শহরের বিগ বাজেটের পুজো কমিটিগুলির মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের মহানন্দাপাড়ার স্বস্তিকা যুবক সংঘ অন্যতম। খেলাধুলোর পাশাপাশি এই ক্লাব প্রতিবারই পুজোয় চমক দেয়। ২০২২ ও ২০২৩ সালে তারা বিশ্ববাংলা শারদ সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছে। ২০২৪ সালে তাদের ঝুলিতে কোনও পুরস্কার জোটেনি। সেই খড়া কাটাতে এবার তাদের থিম- উত্তরবঙ্গের বৃহত্তম দুর্গা। পুজো কমিটির সম্পাদক বাপ্পা পাল বলেন, উত্তরবঙ্গে এই প্রথম ৫১ ফুটের দুর্গা হচ্ছে। সাবেকি এই প্রতিমা দর্শনে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অসম, বিহার ও বাংলাদেশ থেকেও দর্শনার্থীরা আসবেন বলেই আশা করছি। তৃতীয়ায় পুজো উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রতিমার সঙ্গে বাঁশ, কাঠ, প্লাইবোর্ড দিয়ে মন্দিরের আদলে মানানসই মণ্ডপ গড়া হচ্ছে। এবারের পুজোর অন্যতম চমক কলকাতার চার মহিলা ও তিন পুরুষ ঢাকির যুগলবন্দি। নিজস্ব চিত্র।