• ব্লক সভাপতি বদলের প্রস্তাব নিয়ে বিধায়ককে কড়া বার্তা অভিষেকের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জয় পাওয়ার পরেও কালীগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পরিবর্তন করতে বলায় বিধায়ক আলিফা আহমেদকে কড়া বার্তা দিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সবাইকে মানিয়ে নিয়ে চলার নির্দেশ দেন তিনি। শুক্রবার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় এই কড়া বার্তা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

    ওইদিন কলকাতায় কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেকবাবু। সেখানে জেলার সংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলের অভ্যন্তরে গ্রুপ‌বাজি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেটা সাফ জানিয়ে দেন দলের সাধারণ সম্পাদক।‌ 

    দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকেই কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যাকে বদলের আবেদন জানান। যদিও তার পরিপ্রেক্ষিতে শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দেয়, সবসময় বিধায়কের কথামতো সংগঠন নাও চলতে পারে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর বার্তা দেন অভিষেকবাবু। কারণ কালীগঞ্জ বিধানসভায় দলের জেলা সভাপতি তথা কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র সাংগঠনিক বিষয়ে সরাসরি দেখাশোনা করেন। তৃণমূল সূত্রে খবর, গত লোকসভা নির্বাচন থেকেই কালীগঞ্জের দলীয় সংগঠন ও বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালসাহেব গোষ্ঠীর দূরত্ব তৈরি হয়েছিল। নির্বাচনে নিষ্ক্রিয় থাকার অভিযোগও উঠেছিল বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে।‌ নির্বাচনের পর কালীগঞ্জের দলীয় সংগঠন ও বিধায়কের মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। এরপর গত ফেব্রুয়ারি মাসে বিধায়ক মারা যান। তারপর উপনির্বাচনে লালসাহেবের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করে তৃণমূল। দলের নির্দেশ মেনে পুরোনো  মান-অভিমান ভুলে দলীয় প্রার্থীকে জেতাতে ময়দানে নামে সংগঠনের নেতৃত্বরা। ফল বেরলে দেখা যায়, লোকসভা নির্বাচনের জয়ের মার্জিনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।

    কালীগঞ্জ বিধানসভায় গত লোকসভা নির্বাচনে প্রায় ৩৩ হাজার ভোটে এগিয়েছিল ছিল তৃণমূল। গত বিধানসভা উপনির্বাচনে সেই মার্জিন বেড়ে হয় ৫০ হাজারেরও বেশি। বিগত কয়েক বছর ধরে লাগাতার জয় আসা ওই কেন্দ্রে ব্লক সভাপতি বদলে আপত্তি রয়েছে জেলা নেতৃত্বের একাংশেরও। রাজনৈতিক মহল মনে করছে, যে কারণে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিধায়ককে পরোক্ষভাবে ব্লকের সাংগঠনিক ব্যাপারে এখনই অতি তৎপর না হওয়ার পরামর্শ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

    বিধায়ক আলিফা বলেন, সাংগঠনিক কথা বাইরে বলার ক্ষেত্রে নিষেধ রয়েছে। দলের তরফে বিভিন্ন জায়গায় যাওয়ার নির্দেশ দিচ্ছে। সংগঠন ও বিভিন্ন বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে বার্তা দিয়েছেন, আমরা সেইমতো এগব। 

    কালীগঞ্জ ব্লকের তৃণমূলের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমি মিটিংয়ে ছিলাম না। তাই এ ব্যাপারে কিছু বলতে পারব না।
  • Link to this news (বর্তমান)