সংবাদদাতা, নবদ্বীপ: ফের রাতের অন্ধকারে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় দোকানে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। তারা সেখানে একটি ইমিটেশনের দোকানে চুরির চেষ্টা করে। হরিসভা পাড়া রোডে বাইরে থাকা একটি দোকান ও বাড়ির ইলেক্ট্রিকের মিটার ভেঙে দেয়। একটি ট্যাপকলও ভাঙার চেষ্টা করে। এমনকী, একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে পোড়ামা মন্দির প্রাঙ্গণের এক ব্যবসায়ী দেখেন, তাঁর দোকানে চুরির চেষ্টা হয়েছে। একই ঘটনা দেখতে পান স্থানীয় হরিসভা পাড়ার ব্যবসায়ীরাও। কয়েকদিন আগেও পোড়ামাতলায় দু’টি দোকানের ক্যাশবাক্স থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা চুরি যায়।
হরিসভা পাড়ার ব্যবসায়ী প্রতাপ কর বলেন, রাত প্রায় ৩ টে ২০মিনিট থেকে সাড়ে ৩টের মধ্যে তিনজন দুষ্কৃতী রড বা লাঠি দিয়ে ভাঙচুর করতে করতে হেঁটে বেরিয়ে যায়। তারা সম্ভবত মদ্যপ অবস্থায় ছিল। এটা আমরা দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেয়েছি।
পোড়ামা প্রাঙ্গণ ব্যবসায়ী সমিতির সম্পাদক বলাই গোস্বামী বলেন, পোড়ামাতলায় মোড়ের কাছে একটি ইমিটেশন দোকানে শাবল দিয়ে দোকানের টিনের ক্ষতি করা হয়েছে। এর আগে আমরা থানায় জানানোর পর শুনেছি রাতে সিভিক ভলান্টিয়ার পোস্টিং করা হয়েছে। ফের চুরির চেষ্টার বিষয়টা দুর্ভাগ্যজনক। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। -নিজস্ব চিত্র