• আজ এসএসসি পরীক্ষায় বসবেন আরামবাগের ৪০০৯ পরীক্ষার্থী
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, রবিবার এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। এদিন আরামবাগ মহকুমার পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হবে। তার মধ্যে তিনটি কেন্দ্র আরামবাগ থানা এলাকায়। বাকি দু’টি গোঘাট থানা এলাকায়। পরীক্ষা হবে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ হাইস্কুল ও আরামবাগ গার্লস হাইস্কুলে। এছাড়া গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ও কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠে পরীক্ষাকেন্দ্র হয়েছে। এদিন মহকুমাজুড়ে ৪০০৯জন পরীক্ষার্থী এসএসসির পরীক্ষায় বসবেন। গত রবিবার এসএসসির নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

    আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, গতবারের মতোই এবারও পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা থাকছে। রাস্তার স্পর্শকাতর জায়গাগুলিতে সকাল থেকে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।  আরামবাগের স্কুলে এসএসসি পরীক্ষার সিট নাম্বার বসানো হচ্ছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)