• কালীগঞ্জে তামান্না খুনে চার্জশিট
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ‌জয়ের পর তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় মোলান্দির ১০ বছরে শিশুকন্যা তামান্না খাতুনের। ঘটনার ৮৪ দিন পর কৃষ্ণনগর আদালতে প্রথম দফায় ৩৪০ পাতার চার্জশিট জমা করল পুলিশ। এতে মোট ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে খুন, খুনের ষড়যন্ত্র, মারাত্মক অস্ত্র নিয়ে অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। 

    পুলিশ জানিয়েছে, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট এখনও হাতে না পাওয়ায় বিস্ফোরক বা বোমা সংক্রান্ত কোনও ধারা আপাতত যুক্ত করা হয়নি। সিএফএসএল রিপোর্ট এলে সেই ধারাগুলি সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে যোগ করা হবে। চার্জশিটে নাম থাকা ১০জন অভিযুক্তই বর্তমানে জেল হেফাজতে রয়েছে। ঘটনায় মোট ২৪জন অভিযুক্ত রয়েছে। এরমধ্যে এখনও ১৪ জন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ বলেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন প্রমাণ যুক্ত হলে পলাতক অভিযুক্তদের বিরুদ্ধেও সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে।
  • Link to this news (বর্তমান)