• ১৬ নম্বর জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় আহত ১৪
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ধাক্কা দিয়ে লরির নীচে ঢুকে গেল একটি ছোট চারচাকার প্রাইভেট গাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ১৬ নম্বর জাতীয় সড়কে, বাগনান থানার নবাসন পেট্রল পাম্পের কাছে। কারও মৃত্যু না হলেও এতে প্রাইভেট গাড়ির চালক সহ দুজন আহত হয়েছেন। তাঁদের বাগনান গ্রামীণ হাসপতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কোলাঘাটমুখী লেন ধরে গাড়ি দু’টি যাচ্ছিল। নবাসন পেট্রল পাম্পের কাছে প্রাইভেট গড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নীচে ঢুকে যায়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। পুলিশ লরি ও প্রাইভেট গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে, এদিন বিকেলে ডাম্পারের পিছনে বাসের ধাক্কায় আহত হলেন ১২ জন বাসযাত্রী। এদিন কলকাতা থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বিকেল সাড়ে ৩টে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে কৈজড়ি শা পাড়ার কাছে বাসটির সামনে থাকা একটি ডাম্পার আচমকা গতি কমিয়ে দেয়। তাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে থাক্কা দেয়। দুর্ঘটনায় বাসের ১২ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)