• একাদশ-দ্বাদশের এসএসসি আজ, পরীক্ষা দেবেন ২ লক্ষ ৪৬ হাজার, ৪৭৮ কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আজ, রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ পরীক্ষার্থী। মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার জানিয়েছেন, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশন এবং রাজ্য প্রশাসন সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে। নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে প্রশ্নফাঁসের অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে শেষ পর্যন্ত তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি। সেই প্রসঙ্গ টেনে তাঁর বিরুদ্ধেও তোপ দেগেছেন শিক্ষামন্ত্রী।

    কমিশন সূত্রে খবর, নবম-দশমের পরীক্ষায় ভিন রাজ্যের প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী বসেছিলেন। আজকের পরীক্ষায় তাঁদের সংখ্যা কত, সেই হিসেব অবশ্য কমিশনের তরফে দেওয়া হয়নি। তবে ধরে নেওয়া হচ্ছে, এই পরীক্ষাতেও ভালো সংখ্যক ভিন রাজ্যের পরীক্ষার্থী থাকবেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিহার, উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি চাকরি নেই। তাই সেখানকার বেকার যুবক-যুবতীরা বাংলায় আসছেন। এটা তো ভালো ব্যাপার। আমাদের মুখ্যমন্ত্রী সেই সব রাজ্যের কিছু বেকারকে অন্তত চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা ভিন রাজ্যের কোনও পরীক্ষার্থীর সঙ্গে বিরূপ আচরণ করছি না। অথচ, বিভিন্ন রাজ্যে বাংলা বলার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অত্যাচারের মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশি দেগে দিয়ে মুর্শিদাবাদ, নদীয়া, এমনকী কলকাতার বাসিন্দাদেরও পুশ ব্যাক করা হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।’

    এদিকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনেকেই এই পরীক্ষায় বসছেন। আগের পরীক্ষার মতো এদিনও তাঁরা প্রতিবাদস্বরূপ কালো পোশাকে পরীক্ষা দিতে আসবেন বলে জানিয়েছেন। মোট ১২ হাজার ৫১৪টি পদের জন্য ৩৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন’ স্কুলভিত্তিক শূন্যপদের বিন্যাস প্রকাশের দাবি জানিয়েছে। তবে এসএসসি সূত্রে খবর, কাউন্সেলিংয়ের আগেই তা প্রকাশ করা হবে। 

    পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। চলবে দুপুর ১.৩০টা পর্যন্ত। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য বাড়তি আধ ঘণ্টা সময় থাকছে। পরীক্ষার্থীদের ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। যাঁদের অ্যাডমিট কার্ডে কোনও ভুলভ্রান্তি রয়েছে, বিশেষ করে তাঁদের আধার কার্ড এবং স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ আগেভাগে চলে আসতে বলা হয়েছে। অস্পষ্ট ছবি, অস্পষ্ট সই বা এগুলি একেবারেই না থাকা—এসব ক্ষেত্রে আইডি’র সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রে এসএসসির পাঠানো প্রার্থীর নাম, রোল নম্বর এবং অন্যান্য নথি মিলিয়ে দেখে ছাড় দেবেন কেন্দ্রের তত্ত্বাবধায়করা। 

    স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ পেন নিয়ে আসার নির্দেশ এই পরীক্ষাতেও বলবৎ থাকছে। অন্য কোনও ধরনের কলম আনলে তা পরীক্ষাকেন্দ্রের বাইরে রেখেই ঢুকতে হবে। কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের কলম দেওয়া হবে। ঘড়ি পরে কেন্দ্রের ভিতরে যাওয়া যাবে না। হলের ভিতরে থাকা ঘড়ি থেকেই সময় জানতে হবে পরীক্ষার্থীদের।
  • Link to this news (বর্তমান)