ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বসানো হচ্ছে স্প্রিং ডিভাইডার, স্পিড ব্রেকার
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: ‘বর্তমান’-এর খবরের জের। দুর্গোৎসবের আগেই কাকদ্বীপ মহকুমায় ১১৭ নম্বর জাতীয় সড়কে নতুন করে বসানো হচ্ছে ‘স্প্রিং ডিভাইডার’। শনিবার সকালে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। মূলত জাতীয় সড়কের বাঁক থাকা জায়গা এবং জনবহুল এলাকাগুলিতে এই ডিভাইডার বসানো হচ্ছে। অতীতে এই জায়গাগুলিতে ‘স্প্রিং ডিভাইডার’ বসানো ছিল। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে সেগুলি সব ভেঙে গিয়েছিল। বর্তমান পত্রিকায় সেই খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, শীঘ্রই ওই জায়গাগুলিতে ফের স্প্রিং ডিভাইডার বসানো হবে। সেই মতো কাকদ্বীপের চৌরাস্তার মোড়, বাসন্তী ময়দান, অক্ষয়নগর নতুন রাস্তা ও ফ্রেজারগঞ্জে প্রায় ২০০টি স্প্রিং ডিভাইডার বসানো হচ্ছে। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলা জুড়ে প্রায় ৫০টি স্পিড ব্রেকার বসানোর কাজ চলছে। এবিষয়ে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের ডিএসপি কমল মাইতি বলেন, দুর্গোৎসবের আগে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে স্পিড ব্রেকার বসানো হচ্ছে। এছাড়াও জাতীয় সড়কের যেসব এলাকাগুলিতে স্প্রিং ডিভাইডারগুলি ভেঙে গিয়েছিল, সেখানে এগুলি ফের বসানো হচ্ছে। নিজস্ব চিত্র