সংবাদদাতা, বনগাঁ: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের সরকারি মঞ্চ থেকে সিএএ’র বিরোধিতায় সরব হলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি জনগণকে সিএএতে আবেদন না করার জন্য অনুরোধ করেন। দাবি করেন, সিএএতে আবেদন করলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে আবেদনকারীকে। তাঁর এই দাবির পাল্টা বিজেপি বলেছে, তৃণমূল সংবিধান মানে না।
শনিবার বনগাঁ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির আয়োজিত হয়। সেখানে প্রচুর মানুষ আসেন তাঁদের সমস্যার কথা জানাতে।
সেই শিবিরে উপস্থিত হয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘সিএএতে কারও আবেদনের প্রয়োজন নেই। আবেদন করলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। সরকারি সমস্ত সুযোগসুবিধা থেকে বঞ্চিত হবেন।’
এ প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘তৃণমূল সংবিধান মানে না। মানুষ আগামীতে এর জবাব দেবে।’ পাল্টা গোপালবাবুর বক্তব্য, ‘সিএএতে আবেদনের নামে যারা ব্যবসা করে মানুষ ঠকাচ্ছে, তাদের কাছ থেকে আইন শিখব না। আমরা জানি, কোথায় কী বলতে হয়।’ এদিন এই শিবিরে এলাকার বহু মানুষকে জল পেরিয়ে আসতে হয়। তাঁরা এলাকার নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি তোলেন। শিবির থেকে বাসিন্দাদের আশ্বস্ত করা হয়।