• গাড়ির নথি না থাকায় অসুস্থ শিশুর পরিবারকে আটকে রাখল পুলিশ!
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সন্তানের চোখের অপারেশনের জন্য শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় আসছিল একটি পরিবার। প্রয়োজনীয় নথি না থাকায় সাঁতরাগাছি স্টেশনের সামনে তাদের গাড়ি আটকায় পুলিশ। অভিযোগ, জরিমানা দিতে চাইলেও প্রায় ঘণ্টা দেড়েক গাড়ি আটকে রাখা হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিশুর বাবা শেখ শাহিদুল। যদিও হেনস্তার কথা অস্বীকার করেছে হাওড়া সিটি পুলিশ।

    পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে দেড় বছরের শিশুকে নিয়ে কলকাতার দিকে আসছিলেন শেখ শহিদুল। দুপুরে কলকাতা মেডিকেল কলেজে শিশুটির চোখের ছানি অপারেশনের কথা ছিল। শাহিদুল সাহেবের দাবি, বেলা এগারোটা নাগাদ তাঁদের গাড়িটিকে সাঁতরাগাছি স্টেশনের সামনে আটকায় ট্রাফিক পুলিশ। দেখা যায়, পলিউশনের নথির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তিনি অনলাইনে জরিমানা দিতে চান। অভিযোগ, জরিমানা না নিয়ে গাড়ির ব্লু বুক আটকে রেখে তাঁদের হেনস্তা করা হয়। প্রায় ঘণ্টা দেড়েক পর একটি চালান কেটে তাদের ছাড়া হয়। শাহিদুল বলেন, ‘অনলাইনে নাকি জরিমানা নেওয়া যাচ্ছিল না। আমাদের দাঁড় করিয়ে রাখা হয়। এরপরেই আমি ফেসবুকে লাইভ করি।’ বিষয়টি নিয়ে হাওড়া সিটি পুলিশের ট্রাফিকের এক আধিকারিক বলেন, ‘গাড়ির পলিউশন ফেল বাদেও রেজিস্ট্রেশনেও অসঙ্গতি ছিল। হেনস্তার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। অসুস্থ শিশু সঙ্গে থাকায় দ্রুত চালান কেটে গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী গাড়ির কাগজ নেওয়া হয়েছে।’ পুলিশের দাবি, গাড়ির কাগজ কিছুতেই জমা রাখতে চাইছিল না শিশুটির পরিবার। উল্টে পুলিশের সঙ্গে তারাই বচসায় জড়িয়ে পড়েন।
  • Link to this news (বর্তমান)