• ছুরির এক কোপেই মরে যাবে ভাবিনি! জেরায় দাবি জানাল অভিযুক্ত সহপাঠী
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বন্ধুর প্রেমিকাকে কটূক্তি। তা নিয়ে একাদশ শ্রেণির পড়ুয়াদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল দুই গোষ্ঠী। প্রতিনিয়ত নিজেদের মধ্যে টিটকিরি, ঝামেলা ও মারপিটের চূড়ান্ত পরিণতি, খুন! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভরদুপুরে মনজিৎ যাদব খুনের ঘটনায় ধৃত রানা সিংকে জেরা করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। শনিবার রানাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের আলমবাজারের বাড়ি থেকে রক্ত মাখা ছুরি ও স্কুল ব্যাগও উদ্ধার হয়েছে। 

    বাগবাজার উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পড়ুয়া রানা সহ চার সহপাঠী বনহুগলির একটি কোচিং সেন্টারে পড়ত। তাদের মধ্যে বালির বাসিন্দা এক পড়ুয়ার সঙ্গে বরানগরের এক ছাত্রীর সম্পর্ক তৈরি হয়েছিল। ওই ছাত্রীও সেখানে পড়ত। ৫ সেপ্টেম্বর কোচিং শেষ হওয়ার পর রানার এক বন্ধু ওই ছাত্রীর সম্পর্কে কটূক্তি করে। তা নিয়ে শুরু হয় ঝামেলা। বালির পড়ুয়াও এনিয়ে হুমকি দেয়। এই ইস্যুতে গত ১০ তারিখ রানাকে মারধরও করা হয়। যারা মারধর করেছিল, তারা মনজিতের ঘনিষ্ঠ বন্ধু।  

    শুক্রবার দিন সকালে রানা বাড়ি থেকে বেরিয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল ছুটির পর সে শ্যামবাজার স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করছিল। মেট্রো ধরতে মনজিৎ ও তার চার বন্ধুও সেখানে আসে। মনজিতের এই চার বন্ধুর সঙ্গেই রানার ঝামেলা ও মারপিট হয়েছিল। 

    রানা দাবি করেছে, মেট্রো স্টেশনে তাকে ফের কটূক্তি শুরু করে মনজিৎ ও তার দলবল। সেই টিটকিরি সহ্য করতে না পেরে দু’জনের বচসা বাধে। সেই সময় পকেটে থাকা ছুরি বের করে সে ভয় দেখিয়েছিল। কিন্তু মেট্রো ঢুকে যাওয়ায় তারা তাতে উঠে পড়ে। দক্ষিণেশ্বরে নেমে স্মার্ট গেট থেকে বেরনোর পরে ফের শুরু হয় ঝামেলা। ধস্তাধস্তির সময় সে ছুরি বের করে মনজিতের বুকে চালিয়ে দেয়। 

    তার দাবি, ১০ সেপ্টেম্বর মার খাওয়ার পর থেকে সে ছুরি নিয়ে চলাফেরা করত। কিন্তু সেই ছুরির এক আঘাতেই যে মনজিতের মৃত্যু হবে, তা ভাবিনি। ওই ঘটনার পর রানা দ্রুত বাড়ি ফিরে পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। ছেলেকে বাঁচানোর তাগিদে ঘণ্টাখানেকের মধ্যে পুরো পরিবার ঘর বন্ধ করে বিহারের বেগুসরাইয়ে থাকা গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছিল। কিন্তু হাওড়া স্টেশনে পুলিশের জালে ধরা পড়ে। বারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিংহ বলেন, ছুরি চালানোর কথা ধৃত স্বীকার করেছে। রক্তমাখা ওই ছুরিও উদ্ধার হয়েছে। ধৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া বয়ান যাচাই করা হবে।
  • Link to this news (বর্তমান)