• ২০ লক্ষ টাকা নিয়ে গায়েব বেহালার ডেকরেটর সংস্থা, মাথায় হাত মালদহের পাঁচটি ক্লাবের কর্তাদের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুজোর মাত্র ১৪ দিন আগে ইংলিশবাজার শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল কলকাতার এক শিল্পী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ, মণ্ডপ তৈরির জন্য প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে রাতারাতি উধাও হয়েছে কলকাতার বেহালার একটি ডেকরেটর সংস্থা। যা নিয়ে রীতিমতো মাথায় হাত ক্লাব কর্তাদের। বিষয়টি নিয়ে মালদহ জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ওই পাঁচ ক্লাবের কর্মকর্তারা। 

    মা দুর্গার আগমনের প্রস্তুতিতে ব্যস্ত সকলে। তখনই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছেন শিল্পী ও তাঁর ডেকোরেটর সংস্থা। এই পাঁচটি ক্লাবের পুজোর থিম রূপায়ণের কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে গিয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পাঁচটি ক্লাব হল ইংলিশবাজার বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লি কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব এবং হিমালয়া সংঘ। বালুচর কল্যাণ সমিতির সম্পাদক অমিতাভ শেঠ বলেন, ‘চরম বিপদে পড়লাম। এখন কীভাবে কাজ শেষ হবে, বুঝতে পারছি না।’ এই পাঁচটি ক্লাব প্রতি বছরই থিমের মণ্ডপ তৈরি করে নজর কেড়ে নেয়। এবছর এই ক্লাবগুলির পুজোর থিম রূপায়ণের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকরেটর ব্যবসায়ীকে। অভিযোগ, কাজ সম্পূর্ণ না করে রাতারাতি উধাও ওই ব্যবসায়ী এবং তাঁর কর্মীরা। যে হোটেলে তাঁরা ছিলেন, সেখানে খোঁজ করতে গেলে জানা যায়, সকলে চলে গিয়েছেন। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে। 

    এই পরিস্থিতিতে ইংলিশবাজার থানায় ক্লাবকর্তারা লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করেছে পুলিশ। দিলীপ স্মৃতি সংঘের সম্পাদক সুরজিত্ দাস বলেন, ‘অগ্রিম টাকা নেওয়ার পর আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই থানায় অভিযোগ করেছি।’  অসমাপ্ত হিমালয়া সংঘের মণ্ডপ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)