• ব্যবসায়ীকে মারধর, হাত বেঁধে টাকা লুট
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  নেতাজিনগর এলাকার এক ব্যবসায়ীকে মারধরের পর দুই হাত বেঁধে ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর থেকে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা।

    পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তাপসের স্টেশনারি দোকান রয়েছে। রোজের মতো শুক্রবারও রাত ১১টার পর দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ৭০ হাজার টাকা ছিল। ব্যবসায়ীর দাবি, বাড়ি ফেরার সময় তাঁকে ঘিরে ধরেন দু’জন। তিনি কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করেন। তিনি বাধা দিলে দুই হাত ধরেন একজন। অন্যজন হাত দুটি পিছনে বেঁধে দেন। চলতে থাকে মারধর। এরপর ব্যাগে থাকা ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেন তাঁরা।

    এদিকে ওই ব্যবসায়ীর অভিযোগ, থানা প্রথমে ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়। অন্যদিকে, বাড়ির লোক নেতাজিনগর থানায় অভিযোগ করলে পুলিশ লুট, মারধর করার মামলা রুজু করে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্তু শেখ ও সোনু ভট্টাচার্যকে গ্রেপ্তার করে থানা। শনিবার দু’জনকে আলিপুর আদালতে তোলা হলে লিগাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, অভিযুক্তদের মারধর করতে দেখা যায়নি। তাঁরা এই ঘটনায় জড়িত নন। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, নির্দিষ্ট প্রমাণ ও যোগ মেলার পরই তাঁদের গ্রেপ্তার করে হয়েছে। সওয়াল শেষে তাঁদের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।
  • Link to this news (বর্তমান)