পুজোর চাঁদা না দেওয়ায় তোপসিয়ায় ব্যবসায়ীকে মারধর, তদন্তে পুলিশ
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাঁদার জুলুমের অভিযোগ উঠল কলকাতায়। টাকা দিতে দেরি করায় ব্যবসায়ী ও তাঁর পরিবারকে মারধর করা হয়েছে বলে একটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি ঘটেছে তোপসিয়া থানা এলাকার গোবরায়। ব্যবসায়ী অমিত সরকারের কপালে আঘাত লেগেছে। তোপসিয়া থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিতবাবুর কাছে দিনচারেক আগে দুর্গাপুজোর চাঁদার বিল কেটে দিয়ে গিয়েছিল স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। বিলে চাঁদা বাবদ চার হাজার টাকা লেখা ছিল। অভিযোগ, এছাড়াও অতিরিক্ত ছ’হাজার টাকার দাবি করে যায় ক্লাব। অভিযোগকারী শুক্রবার পর্যন্ত টাকা দেননি। ওইদিনই তাঁর বাড়ি আসে ক্লাবের চার-পাঁচজন সদস্য। তখন ব্যবসায়ীর ভাই দোকানে বসেছিলেন। অভিযোগ, প্রথমে তাঁকে মারধর করে ক্লাবের সদস্যরা। ভাইকে মার খেতে দেখে নীচে নেমে আসেন দাদা অমিত। তাঁর দাবি, বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। হামলাকারীদের হাতে ছিল লাঠি ও রড। তাঁর মাথা ও মুখে মারা হয়। এর ফলে তিনি আহত হন। তাঁর স্ত্রী ও বাবা নীচে আসেন উদ্ধারের জন্য। তাঁদেরও মারধর করা হয়। পুলিশের কাছে করা অভিযোগে তিনি বলেছেন, যারা মারধর করেছে তারা ওই ক্লাবের সদস্য ও শাসক ঘনিষ্ঠ। অমিত নিজেও শাসক দলের সঙ্গে জড়িত। একসময় তিনি ওই ক্লাবের সদস্য ছিলেন। মারধরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।