• লোক আদালত: শহরে ২টি কোর্টে আদায় ৫০৪ কোটি
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় লোক আদালতের অঙ্গ হিসেবে শনিবার অন্যান্য কোর্টের সঙ্গে কলকাতা নগর দায়রা ও ব্যাঙ্কশালেও বসেছিল বিশেষ লোক আদালত। সেখানে আদায়কৃত অর্থের পরিমাণ ছিল ৫০৪ কোটি টাকা। এই লোক আদালতে বসেছিল মোট ১৭টি বেঞ্চ।    বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায়ের তত্বাবধানে চলে ওই লোক আদালত। তিনি নিজেও প্রতিটি বেঞ্চ পরিদর্শন করেন। এদিন এই লোক আদালতে নিষ্পত্তি হয় মোট ১ লক্ষ ২০ হাজার মামলা। নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ছিল ট্রাফিক আইনভঙ্গ, মোটর দুর্ঘটনা সহ একাধিক ছোটখাট ফৌজদারি মামলা। শুধুমাত্র শহরের এই দু’টি আদালতকে ঘিরে এই বিপুল টাকা আদায় এক কথায় নজিরবিহীন ঘটনা বলে জানায় আইনজীবীদের একাংশ। এদিন এই লোক আদালতকে ঘিরে উপস্থিত ছিলেন দুই আদালতের একাধিক বিচারক।     
  • Link to this news (বর্তমান)