• প্রাক্তন সিআইএসএফ কর্মীকে খুনের ঘটনায় বিএসএফ কর্মী সহ গ্রেপ্তার দুই
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরে প্রাক্তন সিআইএসএফ কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার এক বিএসএফ কর্মীসহ দুই। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। আজ, রবিবার তাদের বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। জানা গিয়েছে, গত ৪ আগস্ট অশোকনগর থানার ভুরকুণ্ডা এলাকা থেকে শেখ নুর আলমের নলি কাটা দেহ উদ্ধার হয়। এরপর পকেটে থাকা টিকিট ধরে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তে নেমে গোটা ঘটনার সফলভাবে কিনারা করে ফেলল অশোকনগর থানা। গ্রেপ্তার করা হয়েছে অশোকনগরের দুই বাসিন্দাকে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল অভিজিৎ হালদার ও সম্ভু পাল। জানা গিয়েছে অভিজিৎ বিএসএফ কর্মী। তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে শম্ভুর বাড়ি অশোকনগরের কচুয়া এলাকায়। তাকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)