নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছিনতাইয়ের কয়েক মিনিটের মধ্যেই কিনারা করল ট্যাংরা থানার পুলিশ। ধৃতের নাম বিবেক রায় ও রহিত রাজবংশী। জানা গিয়েছে, শনিবার বিকেলে ডিসি রোডে মহম্মদ জুম্মানের একটি মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। তাঁর চিৎকারে পুলিশ ধাওয়া করে দুষ্কৃতীদের ধরে। উদ্ধার হয়েছে মোবাইল ও বাইক। আজ তাদের আদালতে তুলবে পুলিশ।