আজ শহরে প্রধানমন্ত্রী, ফোর্ট উইলিয়ামে সীমান্ত কৌশল নির্ধারণ বৈঠক
দৈনিক স্টেটসম্যান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
মহালয়ার আগে আজ ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে যাওয়ার পর সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
জানা গিয়েছে, মোদী মণিপুর ও অসম হয়ে এই বঙ্গ সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। ১৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বিজয় দুর্গে পৌঁছে সকাল ৯.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন মোদী।
সূত্রের খবর, এই কনফারেন্সে ভারতের পূর্ব সীমান্ত এলাকায় সেনা প্রস্তুতি, সীমান্ত কৌশল এবং আগামী দিনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে এটি সবচেয়ে বড় সভা, যেখানে ভারতীয় সেনা ও কমান্ডাররা অংশগ্রহণ করবেন। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কনফারেন্সে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান এবং সেনার শীর্ষ কর্তারাও।
মঙ্গলবারের নির্ধারিত কর্মসূচিতে ফোর্ট উইলিয়ামেই সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত দেশের পূর্ব সীমান্তকে আরও মজবুত করবে। সোমবার অনুষ্ঠানের শেষে দুপুর ১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিহারের উদ্দেশ্যে রওনা হবেন।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী এই সফরের মাধ্যমে সীমান্ত অঞ্চলের স্ট্রাটেজি চূড়ান্ত করবেন, সেনা কর্তাদের সঙ্গে পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত করবেন এবং দেশীয় নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা দেবেন। একই সঙ্গে, এই সফর ভারতের প্রতিরক্ষা শক্তি এবং পূর্ব সীমান্তে উপস্থিতি আরও দৃঢ় করার মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর এই আচমকা বঙ্গ সফর ঘিরে তৎপরতা শুরু হয়েছে রাজ্য প্রশাসনে। বিশেষ করে কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা ও শহরকে যানজট মুক্ত রাখতে করা হবে যান নিয়ন্ত্রণও।
আজ ও আগামীকাল অর্থাৎ ১৪ ও ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফরের কারণে কলকাতা ট্রাফিক পুলিশ ইতিমধ্যে শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে। কমিশনার মনোজ কুমার বর্মা জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচির সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য যান চলাচল ও পার্কিংয়ে বিশেষ নিয়ন্ত্রণ কার্যকর করা হবে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সব ধরনের পণ্যবাহী গাড়ি সীমিত সংখ্যায় চলাচল করবে। এই অতিরিক্ত যান নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক নিয়মাবলীর পাশাপাশি সমান্তরালভাবে কার্যকর হবে।
যে রাস্তাগুলি নিয়ন্ত্রিত হবে সেগুলি হল— ভিআইপি রোড, উল্টোডাঙা নিউ ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজিসি বসু ফ্লাইওভার, এজিসি বসু রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ ফটকের সংলগ্ন রাস্তা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজন মনে হলে ট্রামসহ সব ধরনের যানবাহন এবং ঠেলাগাড়ির চলাচল ও পার্কিং ব্যবস্থাও নিয়ন্ত্রিত করা হবে। সীমিত করা হবে যানবাহনের সংখ্যাও। ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহনের জন্য রাজভবনের চারপাশে বিশেষ বিধিনিষেধ জারি থাকবে।
এছাড়া, গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবিদি বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রাস্তাটি ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, প্রয়োজনে ট্রাফিক পুলিশ মূল ও সংযোগকারী রাস্তা থেকেও যান চলাচল ঘুরিয়ে দিতে পারবে। শহরবাসীকে এই সময় যান চলাচলের বিষয়ে ওয়াকিবহাল ও সতর্ক থাকার জন্য আগাম পরামর্শ দেওয়া হয়েছে।