• ভোররাতে হাওড়ায় অগ্নিকাণ্ড, কারখানার জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। হাওড়া ১১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ধুলাগর জালান কমপ্লেক্স এলাকায় একটি তার কারখানার মজুত করা তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আতঙ্ক তৈরি হয় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসেন স্থানীয়রা।

    ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কারখানাটিতে ভোররাতে আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই কোম্পানির নাম KEC কারখানা। কারখানার মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। এর ফলে জ্বালানি ট্যাঙ্কের পাশাপাশি কারখানার অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। উল্লেখ্য়, ভোরত

    দমকলের তিনটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী থেকে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল অধিকার। পাশাপাশি কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা যাচ্ছে না।

  • Link to this news (এই সময়)