• Breaking News Live: লক্ষ্য সরকারি চাকরি, আজও দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার থেকে পরীক্ষার্থীর ভিড়
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • কড়া নিরাপত্তায় প্রশাসনের উপস্থিতিতে এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষাও করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। ১০টা বাজতেই পরীক্ষাকেন্দ্রে ঢোকানো শুরু পরীক্ষার্থীদের। মণীন্দ্র কলেজ, বাসন্তী দেবী কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ, জয়পুরিয়া কলেজে লম্বা লাইন। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু। আজও দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ থেকে বহু পরীক্ষার্থী এসেছেন। তাঁদের দাবি, ভারতবর্ষের বাসিন্দা হিসেবে সারা দেশেই তো পরীক্ষা দেওয়ার অধিকার রয়েছে।

    সাত সকালে হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ আগুন। তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬টি দোকানে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা।

    গুজরাটের পানোলিতে কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। রবিবার সকালে এই আগুন লাগে।

    সিকিমের রুমটেকে শনিবার ধৃত নেপালি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র।

    বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের জ্যাসমিন লাম্বোরিয়া। পোল্যান্ডের জুলিয়াকে হারিয়ে সোনা জেতেন তিনি। ৫৭ কেজি বিভাগে জেসমিনের এই জয়ের হাত ধরেই নতুন ইতিহাস তৈরি করল ভারত।

    গত রবিবারের পরে আজ ফের এসএসসি পরীক্ষা। ৭ তারিখ ছিল নবম-দশমের পরীক্ষা। আজ, একাদশ-দ্বাদশের পরীক্ষা। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে বেলা দেড়টায়।

    কলকাতা ফুটবল লিগে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু খেলা।

    আজ এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পহেলগামের ঘটনার পরে এই প্রথম ২২ গজে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু খেলা।

    প্রধানমন্ত্রী আসছেন শহরে। আজ বিকেল সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ভিআইপি রোড, উল্টোডাঙা উড়ালপুল থেকে ইএম বাইপাস ও রাজভবনের দক্ষিণ গেট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড হয়ে মা উড়ালপুল পর্যন্ত এবং এজেসি রোড উড়ালপুল থেকে হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

    আজও ঘেমেনেয়ে নাকাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিতে বাড়বে অস্বস্তি। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে।

    আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, সোমবার, কলকাতায় ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দপ্তরে ‘কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স’ রয়েছে। সেখানেই যোগ দিতে আজ শহরে আসছেন। রাতে রাজভবনে থাকবেন তিনি।

  • Link to this news (এই সময়)