• 'দেব' দর্শন না র‍্যাগিং, কী কারণে একসঙ্গে নিখোঁজ ৯ জন ছাত্র?...
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা সিনেমার এক বিখ্যাত নায়ককে দেখার জন্য মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকার একটি বেসরকারি স্কুলের হস্টেল থেকে একসঙ্গে পালিয়ে গেল ৯ জন ছাত্র। পরে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ওই নাবালক ছাত্রদের ভাকুড়ি এলাকার এক ছাত্রের আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। 

    যদিও উদ্ধার হওয়া ছাত্ররা দাবি করেছে, ওই বেসরকারি আবাসিক স্কুলে দশম শ্রেণির ছাত্রদের নিয়মিত র‍্যাগিং সহ্য করতে না পেরে তারা স্কুলের হস্টেল ছেড়ে পালিয়ে এসেছিল। 

    যদিও শনিবার রাত পর্যন্ত ওই ছাত্র বা তাদের পরিবারের কোনও সদস্যের তরফ থেকে কারও বিরুদ্ধে নওদা থানায় র‍্যাগিংয়ের কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

     নওদা থানা আমতলা এলাকায় ওই বেসরকারি আবাসিক স্কুল থেকে শুক্রবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ৯ জন ছাত্র একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। 

    ছাত্রদের নিখোঁজ হওয়ার বিষয়টি নজরে আসতেই ওই বেসরকারি স্কুলের তরফ থেকে গোটা ঘটনাটি নওদা থানাকে জানানো হয়। এরপর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয় পুলিশের তরফ থেকে। পরে বহরমপুর থানার ভাকুড়ি এলাকায় এক ছাত্রের আত্মীয়ের বাড়ি থেকে নিখোঁজ ৯ জন ছাত্রের সন্ধান পাওয়া যায়। 

    নওদা থানার এক আধিকারিক বলেন, নিখোঁজ ৯ জন ছাত্রের বাড়ি হরিহরপাড়া, নওদা ,বেলডাঙা এবং পলাশী থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে। নওদা থানার যে এলাকায় ওই বেসরকারি আবাসিক স্কুলটি অবস্থিত সেখান থেকে একটি অটো ভাড়া করে ওই ৯ জন ছাত্র বহরমপুর গিয়েছিল। র‍্যাগিংয়ের শিকার হয়ে থাকলে তারা স্কুল বা বাড়ির লোককে কিছু না জানিয়ে কেন বহরমপুরে গিয়েছিল? 

    ওই আবাসিক স্কুলের এক ছাত্র বলেন, 'আমরা যে হস্টেলে থাকি সেখানে দশম শ্রেণির বেশ কিছু দাদারাও থাকে। তারা নিয়মিত আমাদেরকে হুমকি দিত, গালাগালি এবং মারধর করে। স্কুলের শিক্ষকদের গোটা ঘটনাটি জানাবো বললেই আমাদের আরও মারধর করার হুমকি দেওয়া হয়।'

    ওই ছাত্র দাবি করে, 'আমরা হস্টেলের যে ঘরে থাকি সেখানকার একটি জানলা খোলা রয়েছে। গতকালকে আবার আমাদের দাদারা মারধরের হুমকি দেয়। এরপর আমরা কয়েকজন ছাত্র ওই জানলা দিয়ে বের হয়ে একটি অটো ভাড়া করে বহরমপুরে চলে আসি। আমাদেরই এক বন্ধু পরে তার এক আত্মীয়ের বাড়িতে আমাদের সকলকে নিয়ে যায়।'

    স্কুল থেকে পলাতক ওই ছাত্ররা দাবি করে, 'আমরা যখন হস্টেল থেকে পালিয়ে আসছিলাম তখন কিছু দশম শ্রেণির দাদা আমাদেরকে লাঠি হাতে তাড়া করেছিল।' 

    ছাত্রদের এক অভিভাবক বলেন, 'বাড়ির ছেলেরা যাতে ভাল পড়াশোনা করতে পারে, সেই কারণে বহু টাকা দিয়ে ওই বেসরকারি স্কুলে ভর্তি করিয়েছিলাম। কিন্তু এখন বাড়ির ছেলেদের থেকে জানতে পারছি স্কুলে সিনিয়র দাদারা নিচু ক্লাসের ছেলেদের উপর অত্যাচার করলেও শিক্ষকরা সেগুলো দেখেন না।'

    তিনি দাবি করেন, 'এর আগে ওই বেসরকারি স্কুলে একজন ছাত্র আত্মহত্যা করেছিল। তার কারণ আজ পর্যন্ত জানা যায়নি। স্কুলের একজন বা দু'জন ছোট ছাত্র বদমাইশি করতে পারে। কিন্তু একসঙ্গে ৯ জন ছাত্র পালিয়ে এলে বুঝতে হবে স্কুলের শিক্ষকরা ঠিক করে তাদের উপর নজরদারি করেন না।'

    যদিও নওদা থানার এক আধিকারিক দাবি করেন, 'ছাত্রদের উদ্ধার করার পর আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করি কে, কোন ঘরে, কখন র‍্যাগিং করত, তখন কোনও ছাত্র স্পষ্ট জবাব দিতে পারেনি। পরে আমরা ছাত্রদের কাছে জানতে পারি, শুক্রবার বহরমপুরে একটি সিনেমার প্রচারের জন্য বাংলা সিনেমার এক বিখ্যাত নায়ক তাঁর টিমকে নিয়ে এসেছিলেন।' 

    ওই আধিকারিক বলেন, 'কোনওভাবে ওই ছাত্ররা বাংলা সিনেমার ওই জনপ্রিয় নায়কের বহরমপুরে আসার কথা জানতে পারার পর গোপনে পরিকল্পনা করে বহরমপুরে ওই নায়ক এবং তাঁর দলকে দেখতে গিয়েছিল। কিন্তু ধরা পড়ে যাওয়ার পর বাড়িতে মিথ্যা কথা বলার জন্য র‍্যাগিংয়ের গল্প ফেঁদে বসে। আমাদের তরফ থেকে বহুবার বলার পরও কোনও ছাত্র বা তার পরিবারের সদস্য ওই আবাসিক স্কুলের কারও বিরুদ্ধে র‍্যাগিংয়ের লিখিত অভিযোগ দায়ের করতে রাজি হয়নি।' 
  • Link to this news (আজকাল)