ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, ভস্মীভূত গোটা বাড়ি! মৃত তিন শিশু
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল তিন শিশুর। শোকাহত গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার আখেরিগঞ্জ পঞ্চায়েতের জামালপাড়া এলাকায়। মৃত শিশুদের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন আদিল, সাহিল এবং তাদের বোন সাজিদা। স্থানীয় সূত্রে খবর, গতকাল, শনিবার রাতে হঠাৎই তাদের বাড়িতে আগুন লেগে যায়। সেই সময়ে ঘরের ভিতরে মায়ের সঙ্গেই ঘুমাচ্ছিলেন তিন ভাই-বোন। কিছু বুঝে ওঠার আগেই আগুনে সমস্ত কিছু পুড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ভাই-বোনের। কোনওরকমে প্রাণে বাঁচেন তাদের মা। আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।তড়িঘড়ি গ্রামবাসীরা সেই দৃশ্য দেখে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার, আখেরিগঞ্জ পঞ্চায়েতের প্রধান সাহিন শেখ ও রানিতলা থানার পুলিস। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা বাড়ি। পুলিস ওই তিন শিশুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। প্রাথমিক অনুমান, শট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।