• জলীয় বাষ্প প্রবেশের জেরে আজ শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুজোর শপিংয়ে বিঘ্ন ঘটার আশঙ্কা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করা হলেও, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শহর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বেশ কয়েক দফায় স্বল্পস্থায়ী ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। তাই আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে ছুটির দিনে মাটি হতে পারে পুজোর শপিং। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ, রবিবার শহরের আকাশ থাকবে মেঘলা।এই মুহূর্তে তেলেঙ্গানা ও সংলগ্ন বিদর্ভে একটি নিম্নচাপ অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও সংলগ্ন বিদর্ভে অবস্থিত নিম্নচাপের কেন্দ্র এবং অন্ধ্রপ্রদেশ হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই আজ, রবিবার শহরে হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.৫ মিমি বৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)