নিম্নচাপের সরাসরি প্রভাব নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই! আরও কত দিন ভিজতে পারে কলকাতা
আনন্দবাজার | ১৪ সেপ্টেম্বর ২০২৫
নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব না-পড়লেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আরও অন্তত তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা এখনও সক্রিয়। সেই কারণেই এই বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল ঘেঁষে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৫.৮ কিলোমিটার। আগামী দু’দিনের মধ্যে তা আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। তা রোহতাক, রাজনন্দগাঁও হয়ে নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এই নিম্নচাপ অঞ্চলটির সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। তবে সংশ্লিষ্ট পরিস্থিতির কারণে আরও কিছু দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে টানা বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রামে, সোমবার এবং মঙ্গলবার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সোম থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে সারা সপ্তাহ ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়া, কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত, কালিম্পঙে সোমবার পর্যন্ত, দার্জিলিং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুরে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।