কোভিডের আগের হারে উৎসব-ভাতা দেওয়া, দুর্ব্যবহার বন্ধ, ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করার মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে শনিবার পথে নামলেন এলগিন, বালিগঞ্জ, রিজেন্ট পার্কের চারটি নামী বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির কর্মীদের একাংশ। ‘আনএডেড ইনস্টিটিউশনস (এডুকেশনাল) ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ় ইউনিয়নে’র ডাকে এ দিন তাঁরা প্রতিবাদ মিছিল করেছেন। ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তনু সেনগুপ্ত, সভাপতি মধুজা সেনরায় প্রমুখ। প্রতিবাদে যোগ দেওয়া একটি স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অভিযোগ, চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের কাজের সময় বদল, ইউনিফর্ম হিসেবে তাঁদের অত্যন্ত নিম্নমানের শাড়ি দেওয়ার মতো নানা ঘটনা ঘটেছে। পাশাপাশি, তাঁদের বছরে ছুটি ৪০ দিন থেকে কমিয়ে সাত দিন করে দেওয়া হয়েছে। এমনকি, এই সব বিষয়ে কথা বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ দুর্বব্যহার করার পাশাপাশি শাসক দলের স্থানীয় নেতৃত্বের নাম করে হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ। পাশাপাশি, কয়েকটি স্কুলে পাঁচ বছর ধরে উৎসব-ভাতা বন্ধ বলে অভিযোগ। কর্মচারীদের একাংশ অতিরিক্ত সময় কাজের জন্য টাকাও পাচ্ছেন না।