• বেশি চাঁদা দিতে অস্বীকার, ব্যবসায়ীকে ‘মারধর’
    আনন্দবাজার | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোয় ১০০০০ টাকা চাঁদা দিতে না পারায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে বার করে, দিনেদুপুরে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তপসিয়া থানার গোবরা গোরস্থান রোডে। আক্রান্তের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তপসিয়া থানা।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম অমিত সরকার। তিনি গোবরা গোরস্থান রোডের বাসিন্দা। তপসিয়া থানা এলাকায় সাইকেল এবং মোটরবাইক সারানোর দু’টি দোকান রয়েছে তাঁদের। ব্যবসায়ীর অভিযোগ, কয়েক দিন আগে দুই দোকানে দুর্গাপুজোর জন্য ৪০০০ টাকা চাঁদা দাবি করে স্থানীয় একটি ক্লাব। সেই টাকা দিতে রাজি হয়েছিলেন অমিত। ব্যবসায়ীর অভিযোগ, শুক্রবার আচমকা উদ্যোক্তাদের কয়েক জন বহিরাগতদের নিয়ে তাঁর বাড়িতে আসেন। অভিযোগ, সকলে মত্ত অবস্থায় ছিলেন। তাঁরা চাঁদা বাবদ ১০০০০ টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে বার করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর বৃদ্ধ বাবা এবং স্ত্রী ঠেকাতে গেলে তাঁদেরও মারধর করে অভিযুক্তেরা। অমিত বলেন, ‘‘আমার রাস্তায় ফেলে মারধর করে। মারধরের ছবি সিসি ক্যামেরাতেও রয়েছে।’’ জানা গিয়েছে, শুক্রবারেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অমিতের চিকিৎসা হয়। তাঁর মাথা, হাত-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। আহত হয়েছেন বৃদ্ধ বাবাও।

    পুলিশ সূত্রের খবর, ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনা প্রসঙ্গে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (আনন্দবাজার)