বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ‘প্রধান’ অঙ্কের শিক্ষক!
অনিয়মের অভিযোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির বিভাগীয় প্রধান নির্ঝর সরকারকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল অঙ্কের শিক্ষক অশোক দাসকে। যিনি আবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের ‘ডিন’ও। অস্থায়ী উপাচার্য দীপককুমার রায়ের নির্দেশে কাল, সোমবার থেকে পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি নতুন দায়িত্ব সামলাবেন। অস্থায়ী উপাচার্য বলেন, ‘‘এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ের বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলাতেই পারেন।’’ তাঁর দাবি, ইংরেজি বিভাগের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় এই পদক্ষেপ। নির্ঝর তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন ‘ওয়েবকুপা’র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তিনি মন্তব্য করতে চাননি। কিছু দিন আগে রাজ্যের ‘শিক্ষারত্ন’ পুরস্কার পাওয়া অশোকও চাননি মন্তব্য করতে।
রাজ্যপাল-নিযুক্ত অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিলেন তৃণমূলপন্থী শিক্ষক-শিক্ষাকর্মীরা। ‘ওয়েবকুপা’র রাজ্য সহ-সম্পাদক সিদ্দিক আলম বেগ বলেন, ‘‘অঙ্কের শিক্ষককে কেন উপাচার্য ইংরেজির বিভাগের দায়িত্ব দিলেন, বুঝছি না!’’ ‘তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তপন নাগের দাবি, ‘‘উপাচার্য বিজেপিকে খুশি করতে এই কাজ করেছেন।’’ যদিও উপাচার্যের দাবি, ‘‘এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।’’
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন প্রধান জিনিয়া মিত্র বলেন, ‘‘এর ফলে অ্যাকাডেমিক বিষয়ে সমস্যা হতে পারে।’’ সহমত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অঙ্কের প্রাক্তন বিভাগীয় প্রধান অপূর্বনারায়ণ দাসও। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সভাপতি দেবাশিস বিশ্বাসের দাবি, ইংরেজি বিভাগের পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে উপাচার্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন।