• গ্রেপ্তার বীরভূমের নলহাটির অবৈধ খাদানের মালিক ভুলু ঘোষ
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরে পাথর খাদানে ধস নেমে ছয় জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই খাদানটি বেআইনি ভাবে চালানো হচ্ছিল। এ দিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিলেন খাদান মালিক ভুলু ঘোষ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ, জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ। 

    গত শুক্রবার বাহাদুরপুরে খাদানে দুর্ঘটনা ঘটে ছয় জনের মৃত্যু হয়েছিল। আহত আরও চার জন। এই দুর্ঘটনার পরেই অভিযোগ ওঠে ওই পাথর খাদানটি বেআইনি এবং সেটির মালিক সঞ্জীব ওরফে ভুলু ঘোষ। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রক্তিম ঘোষ শুক্রবার রাতেই ভুলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছিল। অবশেষে শনিবার রাতে ভুলুকে গ্রেপ্তার করা হয়।

    উল্লেখ্য, গত শুক্রবার পাথর ড্রিলিংয়ের সময়ে ওই খাদানে আচমকাই ধস নামে। ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে সেখান থেকে সরে যাওয়ার সুযোগও পাননি শ্রমিকরা। অনেকেই পাথরের নীচে চাপা পড়ে যান। 

    এই দুর্ঘটনায় ছয় জনের প্রাণ যাওয়ার পরেই খাদান শ্রমিক নুরুল ইসলাম সংবাদমাধ্যমে অভিযোগের সুরে বলেন,  ‘প্রায় ১০-১২ বছর ধরে এই খাদানে কাজ চলছে। এ খানে কাজ করলেও আমাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয় না। শুধুমাত্র একটি হেলমেট এবং জুতো দেওয়া হয়।’ মৃত শ্রমিক রথীন দফাদারের আত্মীয়  দিব্যেন্দু মণ্ডলও দাবি করেন, ‘এই খাদানটা সম্পূর্ণ অবৈধভাবে চলছিল।’ খাদান মালিকের কড়া শাস্তির দাবি করেছিলেন তিনি। এই খাদানটি কি ভুলুরই? নাকি নেপথ্যে ছিল আরও কোনও মাথা? উত্তর খুঁজছে পুলিশ। 

  • Link to this news (এই সময়)