• ‘উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ’, যোগীরাজ্য থেকে বাংলায় চাকরির পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগরে দিলেন দীনেশ
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • প্রচেতা পাঁজা

    এসএসসির দ্বিতীয় দফায় রবিবার একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম-দশমের পরীক্ষার দিন ভিন রাজ্যের পরীক্ষার্থীদের কার্যত ঢল নেমেছিল বাংলায়। কলকাতা থেকে জেলা— পরীক্ষাকেন্দ্রের সামনে বিহার, উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজও সেই একই ছবি। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি থেকে বহু পরীক্ষার্থী এসেছেন। উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে এসেছেন দীনেশকুমার পাল। যাদবপুর বিদ্যাপীঠে সিট পড়েছে তাঁর। দীনেশ জানান, পিএইচডি, এমফিল করার পরেও চাকরি নেই। যখন যেখানে চাকরির পরীক্ষার খবর শোনেন, ছুটে যান তিনি।

    দীনেশের দাবি, গোটা দেশ ধর্ম নিয়ে মেতে রয়েছে, বেকারত্ব নিয়ে কারও কোনও মাথাব্যথাই নেই। ৪-৫ হাজার টাকার চাকরি হাতে গুঁজে দিয়ে ঢোল পিটিয়ে বলছে, কত চাকরি হয়েছে। শিক্ষিত লোকজন বেকার, অথচ বেআইনি পথে চাকরি হয়ে যাচ্ছে। গোটা দেশের ছবিটাই এক, দাবি দীনেশের।

    দীনেশের কথায়, ‘যে রাজ্যেই যান, ছবি এক। তবে উত্তরপ্রদেশের অবস্থা খুবই খারাপ। ২০১৮ সালের পরে কোনও নিয়োগ নেই। এত বড় রাজ্য আমাদের উত্তরপ্রদেশ। সেখানে ২-৩ হাজার শূন্য পদে কী হয়? তাই আমরা পিএইচডি, করে নেট কোয়ালিফাই করে ফ্যা ফ্যা করে ঘুরছি। গোটা দেশে ঘুরছি চাকরির জন্য।’ উল্লেখ্য, নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও মোট পরীক্ষার্থীর ১০ শতাংশ ছিলেন ভিন রাজ্যের পরীক্ষার্থী।

  • Link to this news (এই সময়)