ইউনেস্কোর হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছে ভারতের সাতটি নতুন স্থান। তালিকায় রয়েছে মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ ও মহাবালেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ের মতো একাধিক জনপ্রিয় স্থান। এর ফলে ইউনেস্কোর তালিকায় ভারতের মোট স্বীকৃতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯।
১২ সেপ্টেম্বর ইউনেস্কোর তরফে এই প্রসঙ্গে একটি পোস্টও করা হয়েছে X হ্যান্ডলে। পোস্টে বলা হয়েছে, ‘UNESCO-র তরফে ভারতের ৭টি স্থাপত্যকে হেরিটেজ কনভেনশনের সম্ভাব্য তালিকায় যুক্ত করা হয়েছে।’ একই সঙ্গে UNESCO-র ভারতীয় প্রতিনিধিদল জানিয়েছে, এই নতুন সংযোজনগুলো ভারতের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা ও সুরক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে। এ ছাড়াও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে সম্ভাব্য তালিকাটিও।
UNESCO-র বিবৃতিতে আরও বলা হয়েছে, যে কোনও দেশের স্থাপত্য বা সম্পত্তিকে হেরিটেজ সাইটের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার আগে সম্ভাব্য তালিকায় থাকা বাধ্যতামূলক। এর জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ (Archaeological Survey of India)-কে ধন্যবাদ জানানো হয়েছে UNESCO-র তরফে।