• '২৪৩ আসনেই...', তেজস্বীর মন্তব্যে বিহারে আরও বিপাকে মহাগঠবন্ধন! আসন রফা নিয়ে প্রশ্ন
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের আর বেশি দেরি নেই। তার আগেই বিহারে প্রবল অস্বস্তিতে মহাগঠবন্ধন! কংগ্রেস-আরজেডি টানাপোড়েন অব্যাহত। আর এই দোলাচলেই ফের ঘৃতাহুতি করলেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মুজাফফরপুরের কান্তিতে এক কর্মী সমাবেশে তেজস্বী ঘোষমা করেছেন যে, আসন্ন নির্বাচনে ২৪৩টি বিধানসভা আসনেই আরজেডি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহাগঠবন্ধনের আসন ভাগাভাগির রখা এখনও চূড়ান্ত হয়মনি। তার মধ্যেই তেজস্বীর ঘোষণা ঘিরে উচাটন দানা বেঁধেছে।

    কান্তি হাই স্কুলে এক জনাকীর্ণ সমাবেশে ভাষণ দিতে গিয়ে, বিহারের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিুকে নিশানা করেন। খতিয়ান পেশ করেন তাঁর বাবা তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মুখ্যমন্ত্রীত্বের কৃতিত্বের তালিকা। সেই সঙ্গেই বলেন, "আমরা রাজ্যের ক্ষমতায় ফিরবই। এটা বুঝতে হবে, তেজস্বী বিহারের ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।" তিনি মুজাফফরপুর, বোচাহান, গাইঘাট এবং কান্তি-সহ বিভিন্ন আসনের নাম উল্লেখ করে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

    অনেকেই তেজস্বীর ঘোষণাকে আরজেডি নেতা, কর্মীদের চাঙ্গা করার কৌশল বলে দাবি রকরেছেন। তূে রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘোষণাকে দভীর ইঙ্গিত বলে মনে করেন। মুজাফফরপুরের বর্তমানে বিধায়ক কংগ্রেসের। ফলে জোট হলে এই জেতা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে হাত শিবিরের প্রার্থীই। কিন্তু এই আসন নিজেদের কাছে রাখতে আগ্রহী আরজেডি নেতৃত্বও। ফলে শরিক কংগ্রেসের উপর চাপ বাড়ানোর 'খেলা' মত্ত তেজস্বী। 

    যাদবের ঘোষণায রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মহাজোটের মুখ্যমন্ত্রী পদের মুখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সরাসরি উত্তর এড়িয়ে যান। এরপরই কংগ্রেসের ডাকে বিহারের এসআইএর- এর বিরুদ্ধে পদযাত্রার শেষ দিনে রাহুল গান্ধীর সামনেই তেজস্বী যাদব নিজেকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেন৷ যা বিতর্ককে নতুন করে উস্কে দেয়।

    কংগ্রেস, বাম দল, ভিআইপি, জেএমএম এবং এলজেপি (পারস গোষ্ঠী)-সহ মহাগঠবন্ধনের শরিকরা আসন বণ্টন নিয়ে জোরদার আলোচনা করছেন। কংগ্রেস ২৩৪টির মধ্যে ভাল সংখ্যায় আসনের দাবিদার। তার মাঝেই তেজস্বী যাদবের "অল-২৪৩" ঘোষণাকে দর কষাকষির হাতিয়ার এবং নির্বাচনী লড়াইয়ের আগে আরজেডি-র শক্তি প্রদর্শনের চেষ্টা বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)