• মারাত্মক, স্কুলের ভেতরেই রমরমিয়ে চলছে বেআইনি মাদক কারখানা! জড়িত স্কুলের মালিক-ই
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ কাণ্ড। স্কুলের মধ্যেই রমরমিয়ে চলছে বেআইনি মাদক তৈরির কারখানা! শিক্ষাঙ্গনেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাদক লেনদেন কারবার। এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত স্কুলের মালিক খোদ। তল্লাশির সময়ে উদ্ধার হয়েছে লাখ লাখ টাকার মাদক, নগদ অর্থ এবং মাদক তৈরির সরঞ্জাম।

    উদ্বেগজনক এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদ শহরের বোয়েনপল্লির একটি বেসরকারি স্কুলে। খবর পেয়ে হায়দ্রাবাদের 'এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট' (EAGLE) টিম বোয়েনপল্লির ওই বেসরকারি স্কুলের ভেতরে অভিযান চালায়। আর তাতেই শিশুদের শিক্ষার দানের আড়ালে গোপন কারবার ফাঁস হয়ে যায়। তল্লাশিতে দেখা যায়, বড় স্কুল প্রাঙ্গনের এক পাশে নিষিদ্ধ আলপ্রাজোলাম তৈরি হচ্ছে। 

    জানা যায়, ওই স্কুলের মালিক হলেন মাহবুবনগরের বাসিন্দা মাহেলা জয়া প্রকাশ গৌড়। স্কুলের মালিক, গুরুভারেড্ডি নামে এক ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে আলপ্রাজোলাম তৈরির কারখানা পরিচালনা করেন। বিপুল লাভে অনুপ্রাণিত হয়ে, জয়া প্রকাশ গৌড় স্কুলের একটি নির্জন অংশে ওষুধ তৈরি শুরু করেন ও তা বুথপুর এবং মাহবুবনগর জেলার কাছাকাছি এলাকায় তাড়ির ডিপোতে সরবরাহ করেন। 

    স্কুলে অভিযানের সময়, নাদক তৈরির কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম এবং নগদ ২১ লক্ষ টাকা-সহ ৩.৫ কেজি প্রস্তুত আলপ্রাজোলাম এবং ৪.৩ কেজি আধা-প্রক্রিয়াজাত ট্যাবলেট উদ্ধার হয়। সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছে।

    এই ঘটনা গুরুতর নিরাপত্তা এবং আইনি উদ্বেগ তৈরি করেছে বলে প্রশাসন মনে করছে। কারণ অবৈধ কার্যক্রমটি একটি স্কুলের ভেতরে পরিচালিত হচ্ছিল বিগত বেশ কয়েক মাস ধরে। এই মারাত্মক বেআইনি কাজ শিক্ষার্থী এবং স্কুলেরকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলেছে।

    বেআইনি মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ও তার সহযোগিদের সনাক্ত করার জন্য 'এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট' (EAGLE) টিম তদন্ত চালাচ্ছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)