• উড়ানের ঠিক আগেই জোরে ব্রেক, তীব্র ঝাঁকুনি, ইন্ডিগোর বিমানে তখন অখিলেশের স্ত্রী, কেমন আছেন ডিম্পল?...
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সময়ে একাধিকবার বিমান দুর্ঘটনা, নানা সংস্থার বিমানে নানা গলযোগ-সহ বিভিন্ন ঘটনা সামনে এসেছে। ফের বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। ওই বিমানেই আবার ছিলেন অখিলেশ যাদবের স্ত্রী, সমাজবাদী পার্টির নেত্রী, সাংসদ ডিম্পল যাদব।

    লখনউ থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। উড়ানের প্রক্রিয়া শুরুও হয়ে যায় নির্দিষ্ট সময়ে। বিমান রানওয়ে দিয়ে ছুটে উড়ানের ঠিক আগেই বিপর্যয়ের মুখে পড়ে। চালককে পরিস্থিতি বুঝে জোরে ব্রেক কষতে হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর তখনই বিমানে জোরে ঝাঁকুনিও শুরু হয়। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, তাতে কারও ক্ষতি হয়নি। ডিম্পল-সহ ১৫১জন যাত্রী ছিলেন ওই বিমানে। সকলকে সুরক্ষিতভাবে নামিয়ে অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়েছে বলে খবর সূত্রের। 

    সূত্রের তথ্য, শনিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ইন্ডিগো প্রসঙ্গে উল্লেখ্য, এই মাসের শুরুতে, আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমান টেকনিক্যাল সমস্যার কারণে উড়ানের কিছুক্ষণ পরেই কোচিতে ফিরে আসে। বিমানটি কোচিতে নিরাপদে অবতরণ করে এবং রক্ষণাবেক্ষণের পরীক্ষা চলে। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে যে ৬ সেপ্টেম্বর কোচি থেকে আবুধাবিগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই ১৪০৩-এ একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চালকরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 
  • Link to this news (আজকাল)