• দলের সভাপতিকে 'কুকথা', 'শোকজ' করা হল তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে ...
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি  খলিলুর রহমানকে নিয়ে সংবাদমাধ্যমে কুরুচিকর এবং অসংবেদনশীল মন্তব্য করার জন্য তৃণমূল কংগ্রেসের নবগ্রামের বিধায়ক তথা দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মণ্ডলকে 'শোকজ' করা হল দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষরিত  শৃঙ্খলাভঙ্গের কারণ দর্শানোর ওই চিঠি ইতিমধ্যেই বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের কাছে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। নবগ্রামের বিধায়ককে তিন দিন সময় দেওয়া হয়েছে এই শৃঙ্খলাভঙ্গের কারণ দর্শানোর জন্য। বিধায়ক জানিয়েছেন, তিনি দলীয় শৃঙ্খলা মেনে যথাসময়ে  দলের রাজ্য সভাপতির পাঠানো চিঠির উত্তর দেবেন। 

    সূত্রের খবর, সম্প্রতি বিভিন্ন সমাজমাধ্যমে কানাই চন্দ্র মন্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।  সেখানে তাঁকে অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করে  কোনও একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে  এবং উল্টো দিকে দাঁড়িয়ে গোটা কথোপকথন কেউ একজন নিজের মোবাইল ফোন রেকর্ডিং করছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি) তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডলকে বলতে শোনা যাচ্ছে,ওরকম সভাপতি দেশে অনেক আছে। সভাপতির কী  দাম আছে ? কী কাজ করে বেড়ায়?

     ওই ভিডিওতে তৃণমূলের জঙ্গিপুর সংগঠনিক জেলা সভাপতি তথা দলের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের নাম নিয়ে কানাই চন্দ্র মন্ডলকে  এক ব্যক্তির উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে ওরকম সভাপতি ছাত্র-যুব অনেকেই রয়েছে দলের মধ্যে। 

    ভিডিওটিতে কানাই চন্দ্র মন্ডল দলের সভাপতির নাম করে যে সমস্ত 'কুকথা' ব্যবহার করেছেন  তা দলের শীর্ষ নেতৃত্বের নজর এড়ায়নি। প্রসঙ্গত ,এর আগেও  অন্য একটি ভিডিওতে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি) তৃণমূল কংগ্রেসের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডলকে দলের জঙ্গিপুর সংগঠনিক জেলা চেয়ারম্যান  জাকির হোসেনকে উদ্দেশ্য করে  'কুকথা' বলতে শোনা গিয়েছিল। সেই ভিডিওটিতে তিনি জাকির হোসেন স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, কিন্তু তাঁর টাকা রয়েছে বলে দল তাঁকে পদে বসিয়ে রেখেছে বলে বক্রোক্তি করতে শোনা গিয়েছিল। বছর তিনেক আগে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়ে দীর্ঘ চিকিৎসার পর জাকির হোসেন হাঁটতে পারলেও তিনি স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। 

    ওই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জঙ্গিপুরে তৃণমূল কর্মীরা বিভিন্ন এলাকায় কানাই চন্দ্র মন্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, ওই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে কানাই চন্দ্র মন্ডলের সঙ্গে জাকির হোসেনের বাক্যালাপ একপ্রকার বন্ধ হয়ে রয়েছে। 

    তবে কানাই চন্দ্র মন্ডলের ঘনিষ্ঠদের তরফ থেকে দাবি করা হচ্ছে, নতুন করে সমাজমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তা সাম্প্রতিক সময়ের নয়। এটি বেশ পুরনো ভিডিও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ককে কালিমালিপ্ত করার জন্য পুরনো ভিডিওর একটি অংশ সম্পাদন করে নতুন করে সমাজমাধ্যমে কিছু ব্যক্তি ছড়িয়ে দিচ্ছেন। গোটা ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য তৃণমূলের জঙ্গিপুর  সংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। দলের 'শোকজ' চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নিয়ে কানাই চন্দ্র মন্ডল বলেন,' কোনও একটি ঘটনা ঘটেছে। এটি শৃঙ্খলার প্রশ্ন। তবে আমি দলের শৃঙ্খলা কখনই ভাঙিনি।'

    তৃণমূল বিধায়ক দাবি করেন,'বাম রাজনীতি ছেড়ে তৃণমূল কংগ্রেসে  যোগ দেওয়ার আগে  আমি নিয়ম-শৃঙ্খলা মেনে পুরনো দলের সমস্ত হিসাব পত্র বুঝিয়ে দিয়ে এসেছিলাম। তৃণমূল কংগ্রেস দলেও আমি শৃঙ্খলা রক্ষা করে চলি।' কানাই চন্দ্র মন্ডলের কথায়, 'একটি ঘটনা ঘটেছে। সেটি কেন হয়েছে এবং কীভাবে হয়েছে তার বিস্তারিত উত্তর আমি দলের রাজ্য সভাপতিকে লিখিতভাবে জানিয়ে দেব। 
  • Link to this news (আজকাল)