নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পূর্বাভাস মতোই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। যার ফলে বিপর্যস্ত জনজীবন। কার্শিয়াং পাহাড়ের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত। প্রশাসন সূত্রের খবর, ভারী বৃষ্টির জেরে গতকাল, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে কার্শিয়াংয়ের ১০ টি জায়গা ধসে বিধ্বস্ত হয়। যারমধ্যে দার্জিলিংগামী ১১০ নম্বর জাতীয় সড়কের তিনধরিয়া এলাকা অন্যতম। এর বাইরে পূর্ত দপ্তরের বেশ কিছু রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পাহাড়েরচ উঁচু অংশ ধসে রাস্তায় পড়েছে। আবার কোথাও রাস্তার অংশ ধসে গিয়েছে।এছাড়া, কিছু জায়গায় গাছ পড়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলা করার কাজ চলছে। ধস হটিয়ে কিছু রাস্তা খুলে দেওয়া হয়েছে। এদিকে, পাহাড়ে বৃষ্টির জেরে শিলিগুড়িতে ফুসছে মহানন্দা নদী। অবিরাম বৃষ্টির জেরে সুকনায় লোহার সেতু ক্ষতিগ্রস্ত। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। মাটিগাড়া দিয়ে ঘুর পথে যান চলাচল করছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ১২৬ মিমি ও জলপাইগুড়িতে ১১৮ মিমি বৃষ্টি হয়েছে।