• আগামী কাল, সোমবার থেকে নুরপুর-গাদিয়াড়া  ফেরি পরিষেবা চালু হচ্ছে
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ ২৪ পরগনার নুরপুরে কয়েকদিন আগে নদী বাঁধের রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। সেই কারণে হাওড়ার গাদিয়াড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়। অবশেষে আগামী কাল, সোমবার থেকে পুনরায় এই জলপথে ফেরি পরিষেবা চালু হতে চলেছে।সূত্রের খবর আজ, রবিবার একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নুরপুরে পোর্ট ট্রাস্টের যে জেটিটি আছে সেখান থেকে আপাতত ফেরি পরিষেবা চালু করা হবে। গাদিয়াড়া জেটি ঘাটের ম্যানেজার অশোক পাল এই বিষয়ে জানিয়েছেন, আজ, রবিবার বিকেলে পরীক্ষামূলকভাবে দুটি লঞ্চ চালানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী কাল, সোমবার সকাল থেকে ফেরি পরিষেবা ফের স্বাভাবিক হবে। তবে নুরপুর থেকে গাদিয়াড়া আসার শেষ ফেরি পরিষেবার সময় একটু এগিয়ে আনা হয়েছে। আগে নুরপুর থেকে শেষ ফেরি গাদিয়াড়ার উদ্দেশে ছাড়ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। এবার থেকে সন্ধ্যা ৬ টায় শেষ লঞ্চ ছাড়বে নুরপুর থেকে। পোর্টের তরফে বেশি রাতে লঞ্চ ছাড়ার বিষয়ে আপত্তি জানানো হয় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত নুরপুরের নদী বাঁধের রাস্তা মেরামতি হচ্ছে, ততদিন পর্যন্ত এইভাবেই ফেরি পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। যার ফলে স্বস্তিতে নিত্যযাত্রীরা। 
  • Link to this news (বর্তমান)