আরজি করের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রেমিক
দৈনিক স্টেটসম্যান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তে নেমে তাঁর প্রেমিক, মালদহ মেডিক্যাল কলেজের পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মালদহ থেকে তাঁকে আটক করা হয়। টানা ন’ঘণ্টা জেরা করার পর রবিবার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা গত সপ্তাহে প্রেমিক উজ্জ্বলের সঙ্গে দেখা করতে মালদহে যান। সেখানেই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের কাছে ফোনে খবর আসে, অনিন্দিতা গুরুতর অসুস্থ। মালদহে পৌঁছে পরিবারের সদস্যরা দেখেন, অনিন্দিতার মুখ থেকে ফেনা বেরোচ্ছে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও, চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তরুণীর।
মৃতের মা আল্পনা টুডুর অভিযোগ, অনিন্দিতা আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে খুন করা হয়েছে। তিনি জানান, কয়েকদিন আগে অনিন্দিতা ও উজ্জ্বল পুরীর এক মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেন। পরে অনিন্দিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হলে, পরিবার দু’জনকেই সামাজিক মতে বিয়ের পরামর্শ দেয়। অনিন্দিতা রাজি হলেও, উজ্জ্বল সেই প্রস্তাব মানতে চাননি। বরং অনিন্দিতার উপর গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ।
এরপর উজ্জ্বল এবং অনিন্দিতার মধ্যে অশান্তি শুরু হয়। এদিকে অনিন্দিতার মৃত্যুর পরই উজ্জ্বলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে উজ্জ্বলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, উজ্জ্বল পুরুলিয়ার বাসিন্দা। তিনি মালদহ মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। সোশাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের সূত্রেই পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরেনের সঙ্গে পরিচয় হয় বালুরঘাটের অনিন্দিতা সোরেনের। দু’জনই ডাক্তারি পড়ুয়া হওয়ায় বন্ধুত্ব হতে বিশেষ সময় লাগেনি। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।