সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টা পর এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচের সময় যত এগিয়ে আসছে, ততই যেন জোরালো হচ্ছে বয়কটের ডাক। এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি এই ম্যাচ নিয়ে শুরু থেকেই খাপ্পা ছিলেন। এবার তিনি সুর আরও চড়ালেন। ওয়েসির প্রশ্ন, এই একটা ম্যাচ থেকে ক’টা টাকাই বা পাবে বিসিসিআই? সেই টাকার অঙ্কটা কি ২৬টা প্রাণের চেয়েও বেশি মূল্যবান?
পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে। এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। যারা ভারত-পাক ম্যাচের বিপক্ষে, তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ওয়েইসির।
AIMIM সুপ্রিমোর বক্তব্য, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রীদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি একটা ক্রিকেট ম্যাচ বয়কটেরও ক্ষমতা নেই। যে পাকিস্তানি জঙ্গিরা ২৬ জন নাগরিককে ধর্ম জিজ্ঞেস করে করে মারল তাঁদের সঙ্গে খেলতেই হবে?” প্রধানমন্ত্রীর উদ্দেশে ওয়েইসির প্রশ্ন, “আপনিই বলেছেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে হতে পারে না। এই একটা ম্যাচ থেকে বিসিসিআই কত টাকা পাচ্ছে? ২ হাজার কোটি, ৩ হাজার কোটি? সেটা কি ২৬টা প্রাণের চেয়েও মূল্যবান? বিজেপিকে এর জবাব দিতেই হবে।” AIMIM সুপ্রিমোর সাফ কথা, “আমরা পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের পাশে ছিলাম, আছি আগামী দিনেও থাকব।” ওয়েইসি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বা তাঁর অনুগামীরা রবিবারের ম্যাচ দেখবেন না।
একই অবস্থান নিয়েছে আম আদমি পার্টিও। আপ বলছে, “আজকের এই ম্যাচ ভারতীয় মহিলাদের সিঁদুরের অপমান।” আপের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লিতে কোনও রেস্তরাঁ বা পাব যদি আজকের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করে তাহলে সেগুলিকে চিরতরে বয়কট করা হবে।