সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল অন্তত ৯০ জন পড়ুয়া। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার দৌসা জেলার চুরিয়াওয়াস গ্রামের একটি সরকারি স্কুলে মিড ডে মিল খাওয়ার পরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, পড়ুয়ারা প্রত্যেকেই বিপন্মুক্ত। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খের তদন্ত করা তবে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। জেলা শাসক দেবেন্দ্র কুমার বলেন, “খাদ্য আধিকারিকরা ইতিমধ্যেই ওই স্কুলে পরিবেশিত খাবারের নমুনা সংগ্রহ করেছেন। গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্বাভাবিকভাবেই এমন এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খাবারে কী এমন ছিল যার জেরে এত পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল, সেই প্রশ্নও উঠছে। তবে স্কুল কর্তৃপক্ষ বিষক্রিয়ার অভিযোগ মানতে নারাজ।