অর্ণব আইচ: উৎসবের মরশুমে বড়সড় সাফল্য বিএসএফের! পাচারের আগেই বিপুল পরিমাণ ইয়াবা বাজেয়াপ্ত করল বিএসএফ। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা। মিজোরামের আইজল এলাকায় তল্লাশি চালিয়ে কোটি টাকার এই ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিপুল পরিমাণ নেশার এই ওষুধ কোথায় পাচার করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়।
যদিও তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। তবে সীমান্তের নজরদারি এড়িয়ে মূলত বাংলাদেশে পৌঁছে যায় নেশার এই সামগ্রী। সামনেই উৎসবের মরশুম। আর এই সময় স্বভাবতই ইয়াবার চাহিদা বাড়ে। সে কথা মাথায় রেখেই বিপুল পরিমান ইয়াবা পাচার হচ্ছিল? শুরু হয়েছে তদন্ত।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। সূত্রের খবর, বিশেষ সূত্রে খবর পেয়ে গত ১৩ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বিশেষ অভিযান চালায় বিএসএফ। মিজোরামের আবগারি ও নারকোটিক্স বিভাগ এবং মিজোরারামের বাহিনীকে নিয়ে চলে এই যৌথ অপারেশন। সেই সময় আইজলের খাটলার কাছে একটি সন্দেহভাজন চারচাকার গাড়িকে আটক করা হয়। গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞেসবাদ করতেই আসল কেলেঙ্কারি সামনে চলে আসে! গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার হয়। জানা যায়, গাড়িতে উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৪.৮৯ কেজি। এছাড়াও তল্লাশিতে একটি গাড়ি ছাড়াও একাধিক ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
সব মিলিয়ে তল্লাশিতে বাজেয়াপ্ত হওয়া পণ্যের পরিমাণ ৭ কোটি ৫৯ লাখ ১৮ হাজার টাকা। ইস্টার্ন কমান্ডের এসডিজি (ইসি), এডিজি হেডকোয়ার্টার্স আইপিএস, মহেশ কুমার আগরওয়াল জানিয়েছেন, বিএসএফ এবং অন্যান্য সংস্থাগুলির যৌথ অভিযানে মোট ৭.৫৯ কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে। যা বড়সড় ধাক্কা বলেই দাবি ওই আধিকারিকের।
শুধু তাই নয়, মহেশ কুমার আগরওয়াল জানিয়েছেন, ইস্টার্ন থিয়েটার নজরদারি বাড়ানো হয়েছে। গত একমাসে তিনটি বড় অভিযানে ১৫৪.৫৯ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন ওই বিএসএফ কর্তা।