• ওড়ার মুখে ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি! বরাত জোরে বাঁচলেন অখিলেশ-পত্নী ডিম্পল-সহ বহু যাত্রী
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান বিভ্রাট! ওড়ার মুখে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল ইন্ডিগোর উড়ান। বিমানের ভিতর ছিলেন সমাজবাদী পার্টির প্রধান  অখিলেশ যাদবের পত্নী তথা সাংসদ ডিম্পল যাদব-সহ ১৫১ জন যাত্রী। বরাত জোরে বেঁচে গিয়েছেন তাঁরা। ঘটনাটি শনিবার ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে রবিবার।

    জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ লখনউ থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ের একদম শেষ প্রান্তে ওড়ার মুখে হঠাৎ উড়ানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। বিপদ বুঝে তড়িঘড়ি বিমানের ব্রেক কষেন চালক। তারপরই প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে বিমানটি থেমে যায়। রক্ষা পান যাত্রীরা। কিন্তু ঠিক কী সমস্যা হয়েছিল? ইন্ডিগো আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি না দিলেও প্রত্যক্ষদর্শী এবং বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, উড়ানটি মাটি থেকে আকাশে উড়তে বেশ সমস্যায় পড়েছিল। শেষ মুহূর্তে ব্রেক কষে বিমানটি থামান চালক। পড়ে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়।

    প্রসঙ্গত, এই মাসের শুরুতে আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। উড়ানের কিছুক্ষণের মধ্যেই সমস্য়া দেখা যায়। বাধ্য হয়ে সেটি কোচিতে ফিরে আসে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
  • Link to this news (প্রতিদিন)