• আর জি করের ছাত্রীর রহস্যমৃত্যুতে মালদহে আটক প্রেমিক, জট ছাড়াতে তৎপর পুলিশ 
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • বাবুল হক, মালদহ: আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যুতে আটক তাঁর প্রেমিক উজ্জ্বল সোরেন। শনিবার রাতে তাঁকে মালদহ থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত ছাত্রী সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল কি না? মৃত্যু কী করে? ছাত্রীর অন্তঃসত্ত্বার তত্ত্ব শোনা যাচ্ছে সেই বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

    উজ্জ্বল পুরুলিয়ার বাসিন্দা। তিনি মালদহ মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। অনিন্দিতা বালুরঘাটের বাসিন্দা। আর জি করে পাঠরত ছিলেন। জানা গিয়েছে, সোশাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের সূত্রেই পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরেনের সঙ্গে পরিচয় হয় বালুরঘাটের অনিন্দিতা সোরেনের। দু’জনই ডাক্তারি পড়ুয়া হওয়ায় বন্ধুত্ব হতে বিশেষ সময় লাগেনি। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।

    যুগলের মধ্যে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছিল। কিছুদিন আগে বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা। পরিবার সূত্রে খবর, সোমবার কলকাতায় ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। এরপর উজ্জ্বলের ফোন পান অনিন্দিতার বাবা-মা। মৃতার মায়ের দাবি, তাঁদের জানানো হয় অনিন্দিতা মালদহ মেডিক্যালে ভর্তি। স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান তিনি। মেয়ে কীভাবে মালদহ গেল, তা বুঝতে পারছেন না।

    শুক্রবার রাতে অনিন্দিতার অবস্থার অবনতি হলে তাঁকে আর জি করে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। মাঝ রাস্তায় পরিস্থিতি বেগতিক বুঝে মালদহ মেডিক্যালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় ছাত্রীর।

    মৃতার পরিবারের অনুমান, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তরুণী। সেই কারণেই প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাতেই অশান্তি। আর সেই অশান্তির বলিই হলেন ছাত্রী। অভিযোগ, প্রেমিক উজ্জ্বলই বিষ খাইয়ে খুন করেছে অনিন্দিতাকে। যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে মৃতার পরিবারের সদস্যরা। সেই তদন্তে নেমে প্রেমিক উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)