অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: আচমকাই ভূমিকম্পে অসমে। সেখান থেকে কম্পন ছড়িয়ে পড়ল উত্তরবঙ্গেও। মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও। রবিবার বিকেল নাগাদ দিকে দিকে ভূমিকম্প ঘিরে আতঙ্কের পরিবেশ। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। ভূমিকম্পের উৎসস্থল অসমের ঢেকুয়াজুলি। ক্ষয়ক্ষতির এখনও তেমন কোনও খবর মেলেনি।
রবিবার ঘড়িতে সময় বিকেল প্রায় ৪টে ৪৫। আচমকাই প্রবলভাবে কেঁপে ওঠে বাংলা লাগোয়া অসমের ঢেকুয়াজুলি এলাকা। কয়েক সেকেন্ডের মধ্যে সেই কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও। কাঁপতে থাকে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। মৃদু কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। বিকেলে পথচলতি মানুষজন সামান্য কাঁপুনি টের পেয়েছেন, তবে তা খুব অল্প সময়ের জন্য। অসম বা উত্তরবঙ্গে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও।
২০১১ সালের বিশ্বকর্মা পুজোর বড়সড় ভূমিকম্পের সাক্ষী হয়েছিল উত্তরবঙ্গ। সেবার সিকিম-সহ পাহাড়ি এলাকা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। ১৪ বছর হয়ে গেলেও সেই আতঙ্ক এখনও পিছু ছাড়েনি উত্তরবঙ্গবাসীর। এবছরও সেপ্টেম্বর এবং সামনে বিশ্বকর্মা পুজো এবং এই সময়ে ভূমিকম্প হওয়ায় সেই স্মৃতিই যেন ফিরল।