• অতিরিক্ত মাছের আশায় বাবার ফেলা জাল তুলতে গিয়ে চরম বিপত্তি, নদীতে তলিয়ে মৃত্যু কিশোরের
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: বেশি মাছ পাওয়ার আশায় রাতে নদীতে জাল ফেলেছিল বাবা। পরদিন সেই জাল নদী থেকে কিশোর ছেলেকে তুলে আনতে বলাই কাল হল। বাবার কথা শুনে সেই জাল আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ওই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবড়ি এলাকায়। মৃতের নাম সুমন বর্মন।

    জানা গিয়েছে, মাঝেরডাবড়ি এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোনাই নদী। ওই নদীর থেকে কিছুটা দূরেই বাড়ি সুমনদের। সুমনের বাবা শ্যামল বর্মন পেশায় রাজমিস্ত্রী। বাড়ির কাছেই নদী থাকায় মাঝেমধ্যেই সেখানে মাছ ধরার জন্য জাল ফেলেন তিনি। বছর ১৭ বয়সী সুমন বাবার অনুপস্থিতি সেই জাল নদী থেকে তুলে নিয়ে আসত। দিন কয়েক ধরে আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি চলছে। নদীতে বেশি মাছও পাওয়ার সম্ভাবনা থাকছে। বেশি মাছ পাওয়ার আশায় গতকাল, শনিবার রাতে শ্যামল বর্মন নদীতে মাছ ধরার জাল পেতেছিলেন ওই নদীতে।

    আজ, সকালে ছেলেকে সেই জাল নিয়ে আসতে বলেছিলেন বাবা। সারারাত বৃষ্টি হওয়ায় নদীতে জল অনেকটাই বেড়ে গিয়েছে। জাল তোলার জন্য জলে নামতেই তলিয়ে যায় ওই কিশোর। স্থানীয়রা সেই ঘটনা দেখে দ্রুত ওই কিশোরকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাবা-মা ও ছেলে, তিন সদস্যদের সংসার। ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা-মা। পুজোর মুখে এই ঘটনায় শোকের ছায়া এলাকাতেও।
  • Link to this news (প্রতিদিন)