এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ১৪ সেপ্টেম্বর এসএসসি-র দ্বিতীয় পরীক্ষা ছিল। এই দিন পরীক্ষার্থীদের ৯৩ শতাংশ পরীক্ষা দিয়েছেন। স্বচ্ছতার সঙ্গেই গোটা পরীক্ষা পর্ব শেষ হল বলে জানালেন ব্রাত্য বসু। তবে এবারের পরীক্ষাতেও ভিনরাজ্যের পরীক্ষার্থীদের সংখ্যা নেহাত কম ছিল না। সেই সূত্রে বিজেপিশাসিত রাজ্যগুলিকে কটাক্ষও করলেন শিক্ষামন্ত্রী।
গত ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ৩৬২ জন। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আজকের পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৫১৭ জন। উত্তরপ্রদেশ, বিহার থেকেই এসেছেন অধিকাংশ পরীক্ষার্থী। হিন্দি ভাষার শিক্ষকের জন্য এই রাজ্যে মোট শূন্যপদ ৩৭০টি। মূলত সেই পদের জন্য পরীক্ষা দিতেই তারা এসেছেন এই রাজ্যে। আজকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজারের কিছু বেশি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মডেল উত্তরপত্র ২০ সেপ্টেম্বরের মধ্যে আপলোড করা হবে ওয়েবসাইটে। উত্তরপত্র নিয়ে কারও কোনও সমস্যা থাকলে তা পাঁচদিনের মধ্যে জানাতে হবে ওয়েবসাইটেই। দুই বছর এই উত্তরপত্র সংরক্ষণ করা হবে। অন্যদিকে পরীক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা ইমেজ সংরক্ষণ করা হবে আগামী ১০ বছরের জন্য। মডেল উত্তরপত্র প্রকাশের পর ফলাফল প্রকাশিত হবে। তার পর নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। এসএসসির চেয়ারম্যানের কথায়, এই বছর অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ বাতিল হয়ে যায় ২০১৬ সালে এসএসসি নিয়োগের প্যানেল। তার জেরেই ৭ ও ১৪ সেপ্টেম্বর সম্পূর্ণ নতুন করে পরীক্ষা নেওয়া হয়। দুদিনের পরীক্ষাতেই ছিল কড়া ব্যবস্থা ও নিরাপত্তা। কোনও অভিযোগ ছাড়াই নির্বিঘ্নে দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী।