• অঙ্কুশের পরে মিমিকে ইডির নোটিস, দিল্লিতে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • অভিনেতা অঙ্কুশ হাজরার পরে এ বার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব। বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে তলব ইডির। একই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও। সূত্রের খবর, ১৫ তারিখ ডাকা হয়েছে মিমিকে, ১৬ তারিখ ডাকা হয়েছে ঊর্বশীকে।

    তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী রাজনীতিতে খুব বেশিদিনের মুখ না হলেও, অভিনয় জগতে রয়েছেন বহু বছর। ছোটপর্দা থেকে বড়পর্দা— চুটিয়ে কাজ করেছেন মিমি। এখনও সিনেমা করছেন। বহু ব্র্যান্ডও এনডোর্সও করেন তিনি।

    অভিযোগ, এ রকমই একটি বেআইনি অ্যাপের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। এ বিষয়েই ইডি তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই খবর। ইতিমধ্যেই একাধিক হাই প্রোফাইল তারকাকে এ নিয়ে তলব করেছে ইডি।

    প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেটিং অ্যাপ প্রচার মামলায় রানা দগ্গুবতি, প্রকাশ রাজ,বিজয় দেবেরাকোন্ডা-সহ ২৯ জন তারকাকে তলব করা হয়েছে।

  • Link to this news (এই সময়)