• রেশনের চাল ও আটা প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে খোলা বাজারে, হাতেনাতে ধরা পড়লেন ব্যবসায়ী
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • রেশনের চাল ও আটা ‘খাদ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। সেই চাল ও আটা প্যাকেটজাত করে বিক্রি করা হতো খোলা বাজারে। গুরুতর অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ী উত্তম দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর গোডাউন। কী ভাবে ওই ব্যবসায়ীর কাছে পৌঁছত রেশনের সামগ্রী, সে ব্যাপারে তদন্ত করে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

    হাওড়া জগৎবল্লভপুরের বড়গাছিয়া স্টেশন রোড এলাকায় ওই ব্যবসায়ীর একটি গোডাউন রয়েছে। সেখানে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সকালে হানা দেয় জগৎবল্লভপুর থানার পুলিশের একটি টিম। গোডাউনে ঢুকেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। বস্তা বস্তা রেশনের চাল, আটা প্যাকেটে ভরার কাজ চলছিল সেখানে।

    সেই চাল ও আটা কোথা থেকে এসেছে, পুলিশকে তার সদুত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়। তালা লাগিয়ে দেওয়া হয় ওই গোডাউনে। তবে অভিযুক্ত ব্যবসায়ী উত্তম বলেন, ‘অনেক ভিক্ষুক বা বিভিন্ন মানুষ আমাদের কাছে আসেন। তাঁদের কাছ থেকেই আমরা এই চাল, আটা কিনে থাকি। সেটাই আমরা বাইরে বিক্রি করি।’

    জগৎবল্লভপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, মোট ১৫ বস্তা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে ১২ বস্তা চাল ও ৩ বস্তা আটা রয়েছে। কোথা থেকে এই সামগ্রী ওই ব্যক্তি সংগ্রহ করতেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে কোনও রেশন ডিলার যুক্ত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)