• হাজার কোটির বিনিময়ে পাকিস্তানের কাছে 'বিক্রি' হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির বিরুদ্ধে!  ভারত-পাক ম্যাচ ঘিরে দেশজুড়ে বিক্ষোভ ...
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে আজ ভারত-পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পাঁচ মাস আগে পহেলগাওঁ-এ সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত পরিবারের সদস্যরা এই খেলা অনুষ্ঠিত হওয়াকে "বিশ্বাসঘাতকতা" বলে আখ্যা দিয়েছেন। রবিবার লখনউয়ে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (NSUI) কর্মীরা প্রতিবাদে নামলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। অন্যদিকে, নবি মুম্বই ও জম্মুতে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের কর্মীরা অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখান—কেউ সিঁদুর ব্যবহার করে প্রতীকী প্রতিবাদ জানান, আবার কেউ টেলিভিশন সেট ভেঙে ক্ষোভ প্রকাশ করেন।

    দিল্লিতে আম আদমি পার্টির মহিলা কর্মীরা বিক্ষোভ মিছিল করে ম্যাচ বয়কটের ডাক দেন। একইসঙ্গে চণ্ডীগড়েও AAP কর্মীরা রাস্তায় নামেন। দলের সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা দেশদ্রোহিতার শামিল। এ নিয়ে প্রতিটি ভারতীয়ই ক্ষুব্ধ।” দলের নেতা মনীশ সিসোদিয়া তীব্র প্রশ্ন তোলেন, “অপারেশন সিঁদুরের আগুন কি এত দ্রুত নিভে গেল, যে আজ সেই সন্ত্রাসীদের দেশেই ক্রিকেট ম্যাচ হচ্ছে?” একই দিনে দিল্লি শাখার সভাপতি সৌরভ ভারদ্বাজ অনলাইন বৈঠকে দলের সব সাংসদকে ম্যাচ বয়কট করার নির্দেশ দেন।

    মহারাষ্ট্রে শিবসেনা (UBT) রাস্তায় নেমে টেলিভিশন ভাঙচুর করে। দলের প্রধান উদ্ধব ঠাকরে শনিবারই মন্তব্য করেছিলেন, “দুবাইয়ে ভারত-পাক ম্যাচ জাতীয় ভাবাবেগের অপমান।” তিনি আরও জানান, দলের মহিলা শাখা প্রধানমন্ত্রীর দপ্তরে  ‘মাঝা কুঙ্কু মাঝা দেশ’ কর্মসূচির অঙ্গ হিসেবে সিঁদুর পাঠাবেন। তবে দিল্লি পুলিশ শেষ মুহূর্তে অনুমতি না দেওয়ায় দলের নির্ধারিত জনতার মঞ্চ কর্মসূচি বাতিল হয়।

    হায়দরাবাদে এক সভায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “একটা ম্যাচ থেকে BCCI কত টাকা পাবে—২ হাজার কোটি, না ৩ হাজার কোটি? ২৬ জন শহিদের প্রাণের দাম বেশি না টাকা? বিজেপিকে এটা স্পষ্ট করতে হবে।” তিনি আরও দাবি করেন, “বিজেপি সবসময় দেশভক্তির কথা বলে, কিন্তু পাকিস্তানের সঙ্গে ক্রিকেট এলেই তাদের অবস্থান পাল্টে যায়।”

    পহেলগাওঁ-এ  নিহত সন্তোষ জাগডলের মেয়ে আসাবরী জাগডলে বলেন, “আজকের ম্যাচ একেবারেই হওয়া উচিত নয়। পাঁচ মাস আগে ২৬ জনের প্রাণ গেছে, তার পরেও যদি BCCI ম্যাচ আয়োজন করে, তবে তা শহিদ পরিবারের আবেগের প্রতি অবমাননা।” তাঁর বাবা ও পরিবারের বন্ধু কৌস্তভ গানবোটে বৈসারণ ভ্যালিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সরকারি নীতিপত্রে পরিষ্কার লেখা রয়েছে—পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হবে না। তবে বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশগ্রহণ চলবে। কিন্তু এই নীতির মধ্যেই বিরোধী দলগুলি এখন সরকারের ‘দ্বিচারিতা’ নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে।
  • Link to this news (আজকাল)