• বেলা বাড়তেই ভোলবদল আবহাওয়ার, দুপুরেই কলকাতার আকাশ কালো-ঝেঁপে বৃষ্টি, পুজোর আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতায় আতঙ্ক...
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। সেইমতো বেলা বাড়তেই বদলে গেল আবহাওয়া। এককথায় বেলা বাড়তেই ভোলবদল। সকালে খটখটে রোদের পর, দুপুরেই কলকাতার আকাশ কালো। ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টি শুরু হয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, দিনভর এরকমই থাকার সম্ভাবনা কলকাতার আবহাওয়ার। জারি হলুদ সতর্কতা।

    রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে মহানগরের। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। যা শুরু হয়েছে ইতিমধ্যেই। 

    তবে শুধু রবিবার নয়। হাওয়া অফিস রবিবার দুপুরে আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা, কোন জেলায় কোন সতর্কতা, তা জানিয়েছে বিস্তারিত।

    হাওয়া অফিস জানাচ্ছে-

    রবিবার- দক্ষিণবঙ্গের সব জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে এই তিন জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলায় এদিন জারি কমলা সতর্কতা। এবং বজ্রবিদ্যুৎ, অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।

    সোমবার-সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জারি কমলা সতর্কতা। অতিভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার পূর্বাভাস। আগামিকাল বাকি সব জেলায় হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবারে।

    মঙ্গলবার-মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলে পুরুলিয়া ভাসতে পারে ভারী বৃষ্টিতে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেমি পর্যন্ত। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ, সমকা হাওয়ার সম্ভাবনা। 

    বুধবার- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও সতর্কতা জারি নেই। তবে বুধে দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। 

    বৃহস্পতিবার- উত্তরদিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি। অন্যদিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় জারি হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি নেই বৃহস্পতিবার।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে। আগামী দু’দিনে তা দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে। এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজফ্‌ফরনগর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। 
  • Link to this news (আজকাল)